প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

 কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়া জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ ও চরমপন্থীদের পৃষ্ঠপোষক কুতুব-জাকির নেতৃত্বাধীন বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (১৪ জুন) বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কুষ্টিয়ার গণমানুষের নেতা, তৃণমূল বিএনপির পরিচিত মুখ কাজল মাজমাদার। মিছিলে কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির অসংখ্য ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।বক্তব্যে কাজল মাজমাদার বলেন, “একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা বিএনপিকে জিম্মি করে রেখেছে। এই কমিটির মেয়াদ বহু আগেই শেষ হয়ে গেছে। ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে চরমপন্থীদের ছত্রচ্ছায়ায় পরিচালিত এই কমিটি এখন দলের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।” তিনি আরো বলেন, “দলীয় শৃঙ্খলা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে কুতুব-জাকিরের এই অবৈধ ও অযোগ্য নেতৃত্বকে অবিলম্বে বাতিল করতে হবে। কেন্দ্রকে আমরা অনুরোধ করছি যেন দ্রুত এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়