
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: আবু সালমান
লক্ষীপুর রামগতিতে অতিরক্ত বাড়া আদায় করে গাড়ির মালিক গুলো।কিছুদিন যাবত সেনাবাহিনীর অভিযানের ফলে বাঁড়া বেশি নিতে পারেনা বলে পথে পথে ফেলে যাচ্ছে যাত্রীদেরকে,, এতে করে ভোগান্তিতে রামগতির পথচারী যাত্রীরা ও শহরগামী যাত্রীরা।
অটোরিকশা সিএনজি বাস ও বিভিন্ন গাড়ির ড্রাইভারগুলো যাত্রীদেরকে হয়রানি মুলক বিভিন্ন কথা বলে অজুহাত দেখিয়ে পাস কাটিয়ে চলে যাচ্ছে যাত্রীদেরকে ফেলে। এতে করে ভোগান্তিতে ভুগতেছে যাত্রীরা।
অতিরক্ত বাড়া আদায়ের ফলে ক্ষতি হচ্ছে যাত্রীদের ও শিক্ষার্থীদের,, দূরপাল্লার যে যাত্রী গুলা রয়েছে সকলেই ভোগান্তিতে পড়েছে ও শিক্ষার্থীরা স্কুল কলেজে যাতায়াতের ভোগান্তি,,
বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অভিযানের ফলে এখন বাড়া কমতে শুরু করেছে,, যাত্রীদেরকে ফেলে যাচ্ছে গাড়ির ড্রাইভার গুলো।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে আজ ১৪ জুন ২০২৫ তারিখে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। রামগঞ্জে বাস কাউন্টারগুলোতে অভিযানের সময় অতিরিক্ত ভাড়ার প্রমাণ না পাওয়া গেলেও ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং একটি পরিবহনের কাগজপত্র জব্দ করা হয়।
জকসিন বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জোনাকি বাসসহ কয়েকটি বাস সার্ভিসের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলায় মোট ৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি, বটতলী ও হাজিরপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জোনাকি পরিবহনকে ২,০০০ টাকা জরিমানা করা হয় এবং জোনাকি ও ইকোনো পরিবহনের প্রায় ৫০ জন যাত্রীকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।
রামগতি উপজেলার আলেকজান্ডার বাজার এলাকায় পরিচালিত অভিযানে ১২টি মামলায় মোট ১২,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং সিএনজি অটোরিকশা যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়।