প্রকাশিত : ১৩ জুন, ২০২৫, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁর বদলগাছীতে স্পোর্টিং ক্লাবের সহায়তায় অসহায় নারীর  জীবিকার পথ।

মোঃ ফেরদৌস হোসেন, উপজেলা প্রতিনিধি বদলগাছী, নওগাঁ ।

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের ধর্মপুর মাদ্রাসা পাড়া স্পোর্টিং ক্লাবের মানবিক উদ্যোগে জীবিকার পথ পেলেন এক অসহায় বিধবা নারী। ক্লাবের পক্ষ থেকে তাকে একটি দোকান করে দেওয়া হয়, যাতে তিনি নিজের পায়ে দাঁড়িয়ে জীবিকা নির্বাহ করতে পারেন।
১৩ জুন/২০২৫ ইং তারিখ,শুক্রবার দুপুর আড়াইটার সময় উক্ত অসহায় নারীর কাছে দোকানের মালামাল হস্তান্তর ও দোকান সাজিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য যে, উক্ত নারীর স্বামী চার বছর আগে মারা যায়। তারপর থেকে বিধবা শ্বাশুড়ি ও ১০ বছর বয়সী এক ছেলেকে নিয়ে খেয়ে না খেয়ে অসহায় ভাবে দিনাতিপাত করছিলেন।ক্লাব কর্তৃপক্ষ দীর্ঘ দিন থেকে অসহায় ঐ নারীর জীবিকার সহজ পথ বের করার চিন্তা থেকেই তারা এই মানবিক উদ্যোগটি গ্রহন করে।
এই মহতী উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব চয়েন উদ্দিন করিম, শিক্ষক ও সাংবাদিক মোঃ নুরুজ্জামান লিটন, মোঃ রুবেল হোসেন, হারুন আর রশিদ রকি, সেনা সদস্য রনি, রাব্বি, হযরত আলী, সিজার, শুভ, সুইট, রউফ, সাগর, নাঈম, জিহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত সবাই ক্লাবের এই মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এধরনের সমাজসেবামূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
এই উদ্যোগ প্রমাণ করে, সামাজিক সচেতনতা ও সমবেদনার শক্তি বদলে দিতে পারে বহু অসহায় মানুষের জীবন।
এ বিষয়ে এলাকার সম্মানিত শিক্ষক মোঃ আব্দুল হাকিম বলেন,"ধর্মপুর মাদ্রাসা পাড়া স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগটি নিঃসন্দেহে মহৎ এবং প্রশংসার যোগ্য। সমাজে এ ধরনের মানবিক উদ্যোগ প্রসারে স্পোটিং ক্লাবটি বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্টানকে সমাজের অসহায়দের পাশে দাঁড়ানোর প্রেরণা জোগাবে। একজন অসহায় নারীকে স্বাবলম্বী করে তোলার এই প্রয়াস শুধু একজন মানুষকে নয়, একটি পরিবারকে নতুন ভাবে বেঁচে থাকার পথকে সহজ করে দিবে। আমি ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও তারা এমন সামাজিক কাজ ধারাবাহিক ভাবে সম্পৃক্ত রাখবে এই কামনাই করি।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়