
মো:আমিনুল ইসলাম
স্টাফ রিপোর্টার
তারিখ:-১২ জুন ২০২৫ ইং
ভূঞাপুর উপজেলার চর ভদ্রশিমুল গ্রামে ইসলামী মূল্যবোধ, দ্বীনি শিক্ষা ও সমাজকল্যাণে নিবেদিত এক নতুন সংগঠন ‘উলামা কল্যাণ পরিষদ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় একটি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার ৩ শতাধিক আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
সংগঠনের আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন সিরাজী উদ্বোধনী ভাষণে বলেন, “আমরা চাই সমাজে ইসলামের আলো ছড়িয়ে দিতে, তরুণ প্রজন্মকে সঠিক পথ দেখাতে এবং দ্বীনি শিক্ষার প্রসারে সক্রিয় ভূমিকা রাখতে। এ সংগঠন হবে সকল দ্বীনপ্রিয় মানুষের জন্য একটি প্ল্যাটফর্ম।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরবঙ্গের প্রখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান উমুল মাদারিছ মাদ্রাসার নায়েবে মুহতামীম আল্লামা আব্দুল হক।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন:
মুফতী গোলাম মওলা
মাওলানা আব্দুল কাদের শিমুলী,
মুফতী নজরুল ইসলাম কাসেমী,
মুফতী মাইনুল ইসলাম খান,
অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতী আব্দুল মান্নান।
তারা বলেন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো:-
ইসলামী সমাজব্যবস্থা গঠন
দ্বীনি শিক্ষা বিস্তার
অপসংস্কৃতি ও অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি
গরীব,এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা
প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা
প্রবীণদের সম্মান এবং অসহায়দের পুনর্বাসন।
সদস্যপদ গ্রহণের নিয়ম:
সদস্য হতে হলে আবেদনকারীকে নিয়মিত নামাজ আদায়কারী, সুন্নতের অনুসারী ও দ্বীনি জ্ঞানে আগ্রহী হতে হবে। সংগঠনের নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে সদস্যপদ গ্রহণ করা যাবে।
স্থানীয়রা বলছেন,“চর ভদ্রশিমুলের মতো প্রত্যন্ত এলাকায় এ ধরনের উদ্যোগ ধর্মীয় ও সামাজিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়ক হবে।