প্রকাশিত : ১২ জুন, ২০২৫, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনে তৃণমূল ছাত্রকল্যাণ সংগঠনের উপবৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

এম এম জসিম উদ্দিন :

১২ জুন ২০২৫

শরীয়তপুরের ভেদরগঞ্জে অনুষ্ঠিত হলো “তৃণমূল ছাত্রকল্যাণ সংগঠন”-এর আয়োজনে এক অনন্য ও বর্ণাঢ্য পুরস্কার ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়েদুল হক।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন সংগঠনের সভাপতি খোকন মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

ডাঃ আব্দুর রাজ্জাক, মেডিকেল অফিসার, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আক্তার হোসেন আসামী, প্যানেল চেয়ারম্যান, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন

ইমরান সরকার, সভাপতি, এডহক কমিটি, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়

কাউসার আহমেদ, প্রধান শিক্ষক, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়

বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল্লাহ মামুন সরকার

শহীদ সিরাজ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোতালেব মাঝি

বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ এবং সংগঠনের উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ


এবারের উপবৃত্তি পরীক্ষায় চাঁদপুর ও শরীয়তপুর জেলার ৭৩টি স্কুল ও কলেজের প্রায় ২৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬৬ জন মেধাবী শিক্ষার্থীকে বাছাই করে উপবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপদেষ্টা আলাউদ্দিন সরকার বলেন, “ছাত্রকল্যাণ সংগঠনগুলো সত্যিকার অর্থেই নিরলসভাবে মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করছে।”

অধ্যাপক মোতালেব মাঝি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মেধার জোরে যেখানে যাওয়া যায়, পেশি শক্তির জোরে সেখানে যাওয়া যায় না। তাই মেধা ও অধ্যবসায়ই সাফল্যের চাবিকাঠি।”

ওসি ওবায়েদুল হক বলেন, “ছাত্ররাই জাতির কর্ণধার। শিক্ষা জীবনে সকলকে ডিসিপ্লিন মেনে চলতে হবে এবং মাদকমুক্ত জীবন গড়ে তুলতে হবে।”

প্রধান অতিথি অনিন্দ্য মন্ডল তাঁর ব্যক্তিগত শিক্ষা ও চাকরি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমি ইউনো হওয়ার আগে অনেক চাকরির পরীক্ষায় অংশ নিয়েছি। ধৈর্য ও অধ্যবসায়ই আমাকে সফল করেছে।”

শেষে সভাপতি খোকন মাহমুদ সকল অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই আয়োজন ছিল একটি অনুপ্রেরণাদায়ক অধ্যায়, যা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার একটি বাস্তব উদাহরণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়