প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধুুমাত্র চাকরি নয়, উদ্যোক্তারা হতে পারে দেশ ও সমাজের সাফল্যের চাবিকাঠি 

জামশেদ হোসেন, স্টাফ রিপোর্টার, সীতাকুণ্ড, চট্টগ্রাম:

 আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়  সীতাকুণ্ড চট্টগ্রাম  (আই,আই,ইউ,সি) ট্রাস্টি বোর্ডের সদস্য বিশিষ্ট স্কলার আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেছেন চাকরি করার প্রবণতা ব্যবসায়ী হওয়ার মানুষিকতা নষ্ট করে ফেলে। শুধুুমাত্র চাকরি দিয়ে কোন সমাজ, দেশ উন্নত করতে পারে না। পৃথিবীতে ফিন্যান্সিয়াল সলভেন্সির দিকে তাকালে চীন এই ক্ষেত্রে এগিয়ে আছে। ক্ষুদ্র উদ্যোক্তা নয়তোবা বৃহৎ উদ্যোক্তা তারা তৈরি করছে। এতে দেশ এগিয়ে যাচ্ছে। এভাবে উন্নত চিন্তা আমাদের করতে হবে।

সীতাকুণ্ড বিজনেস ফোরামের আয়োজনে ঈদুল আযহা পরবর্তি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (১১ জুন)  সকালে সীতাকুণ্ড হোটেল ৯৯ এর হলরুমে এ অনুষ্ঠানের আযোজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস ফোরামের  উপদেষ্টা ডাঃ কামাল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সীতাকুণ্ডের কৃতি   সন্তান জসিম উদ্দিন আজাদ, পন্থিছিলা বিজ্ঞান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সবেক কাউন্সিলর 
 মোহাম্মদ আবু তাহের, চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষন পরিষদের সভাপতি তাওহিদুল হক চৌধুরী,  আ.ন.ম মোস্তফা নুর।

সীতাকুণ্ড বিজনেস ফোরামের আহবায়ক ও সাবেক   কমিশনার রায়হান উদ্দিন রেহান এর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন সাবেক কমিশনার রফিকুল আলম, 
সীতাকুণ্ড বিজনেস ফোরামে সদস্য সচিব  ও সাবেক   কমিশনার জয়নাল আবেদীন, ফোরামের সদস্য মোঃ লিয়াকত আলী, মোঃ জিয়াউল হোসেন মোঃ আলাউদ্দীনসহ বাজারের বিশিষ্ট ব্যবসায়িকবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়