প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাণাধীন প্রতিকৃতি ধ্বংসে স্কুল ছাত্রীর মৃত্যু 

রাসেল মিয়া, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

উপজেলার তক্ততারচালা (পূর্ব পাড়া) গ্রামে গত ৯জুন নিজ বিদ্যালয় মাঠে সঙ্গীদের সাথে  নিয়ে খেলতে গেলে নির্মাণাধীন প্রতিকৃতি ধ্বসে সাদিয়া(১০) নামের এক স্কুল ছাত্রীর নির্মম মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত সাদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ তোফাজ্জল হোসেনের(৪০) মেয়ে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সাদিয়া ঐদিন খাদিজা আছিয়া ও আরো কয়েকজন সাথে নিয়ে বাড়ির পাশে পাটজাগ সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ধ্যার দিকে খেলতে যায়। সে ঐ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ।

খেলার এক পর্যায়ে  সে নির্মাণাধীন প্রতিকৃতি উপর উঠে এবং সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে ,সাথে সাথে দেয়াল ধ্বসে সাদিয়ার উপর পড়ে।

অদূরেই সাদিয়ার মা আছমা বেগম খোশ গল্পে মেতে ছিলেন অন্যদের সাথে। সাদিয়ার  সঙ্গে থাকা খাদিজার চিৎকার শোনে আছমা বেগম দৌড়ে এসে মেয়েকে ইটের নিচ থেকে টেনে তুলেন । মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনা স্থলেই মারা যায় সাদিয়া। পরে সখীপুর থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এ ব্যাপারে সখীপুর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়