হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
"ডক্টরস এ্যান্ড মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন
অব লাকসাম" এর আয়োজনে ঈদ গেট টুগেদার, প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রবিবার , ৮ জুন সকালে শহরের গ্রীন ক্যাসেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভাপতি আল ফাহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমায়ের ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন কমিটির সদস্য এবং উপদেষ্টাগণ নিজেদের মধ্যে পরিচয় আদান প্রদানের পাশাপাশি এসোসিয়েশন নিয়ে তাদের অভিব্যক্তি ও বিভিন্ন পরিকল্পনার কথা জানান।
এই সভায় অ্যাসোসিয়েশনের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিনিয়র উপদেষ্টা চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেলের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুল ইসলাম, সিনিয়র উপদেষ্টা কুমিল্লা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের কনসালটেন্ট ডা. শরিফ মজুমদার। এছাড়া দিকনির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি পেশার জরুরি চিকিৎসা পদ্ধতি ডেমোনেস্ট্রেশন করেন চট্রগ্রাম মেডিকেল কলেজের ভাইরোলজির লেকচারার ডা. আশিকুর রহমান, যিনি আগে কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত ছিলেন।
অ্যাসোসিয়েশনের বর্তমান ও ভবিষ্যৎ কার্যসম্পাদন নিয়ে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা আল খিদমাহ হাসপাতালের জেনারেল প্র্যাক্টিশনার চিকিৎসক ডা. সাঈদ বিন আনোয়ার ও ঢাকা পিজি হাসপাতালের (বিএমইউ) এর ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিভাগের চিকিৎসক ডা. ওমর আল মাসুদ রাসেল।
সাধারণ সভা ও এজিএম মিটিং এ আরো বক্তব্য রাখেন - নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ মাইন উদ্দিন মারুফ, মমতাময়ী হাসপাতালের সনোলজিস্ট ডা. আশিকুজ্জামান সৃজন ও মেডিকেল অফিসার মহিন উদ্দিন। সাধারণ সভায় বক্তারা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সংগঠনের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। ছাত্রছাত্রীরাও তাদের অনুভূতি এবং
অ্যাসোসিয়েশনকে কিভাবে দেখতে চায় তাদের নিজ আশা ব্যাক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের আরেক উপদেষ্টা ডা. এনামুল হক শান্ত, প্রচার সম্পাদক রাহানুল কবীর রিজন, কার্যকরি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জাহিদ হাসান পাটোয়ারী, ইশতিয়াক আহমেদ রাহাত, রায়হানুল ইসলাম ও নাবিল ওয়ালিদসহ প্রমুখ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল র্যাফেল ড্র মেডিকেল কুইজ ও পুরষ্কার বিতরণ। পরিচিতি পর্ব, উন্মুক্ত মতামত, আপ্যায়নসহ সামগ্রিক অনুষ্ঠান ছিল বেশ আনন্দঘন ও উৎসবমুখর।
সংগঠনের উপদেষ্টা লাকসাম জেনারেল হসপিটালের ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগের চিকিৎসক ডা. ওমর আল মাসুদ রাসেল জানান, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে ডাক্তার ও বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্টদের জন্য কল্যাণমূলক কর্মকান্ড, ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি , একে অপরের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, লাকসামের স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকার সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করাই এ এসোসিয়েশনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
তিনি আরো বলেন, ইতোমধ্যে শুরুর পর থেকে ৩য় গেট টুগেদার আয়োজনের পাশাপাশি ১ম বছরেই শীতার্তদের মাঝে কম্বল বিতরনের কর্মসূচি গ্রহব করা হয় এসোসিয়েশনের পক্ষ থেকে।
উল্লেখ্য, ‘পেশায় সেবা, চেতনায় মানবতা’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ১৩ অক্টোবর ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় "ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব লাকসাম"। লাকসামের সকল ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টদের এক সুতোয় গাঁথা এবং মানুষের সেবা করার লক্ষ্যে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় শতাধিক।