ইউসুফ আলী, নাটোর প্রতিনিধি:
১৯৯৯ সালের এস এস সি নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রদের ২৫বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ টার দিকে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে দিন ব্যাপী বিভিন্ন আয়োজন সহ খেলাধুলা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় ১৯৯৯ সালের ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক মানবিক কাজ করে থাকে। ঈদে অসহায় গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন, বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করা হয়।