মো: গিয়াস উদ্দিন লিটন, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো,
আজ নগরীর জামিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত নগরীর প্রধান ঈদ জামাত শেষে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আত্মত্যাগের মাধ্যমে পশু কোরবানি দিয়ে সাধারন মানুষের মাঝে বিলীন হয়ে যেতে পারি এবং ত্যাগের কিছু মহিমা আমরা যেন তাদের জন্য রাখতে পারি এটাই হোক আজকের দিনের আমাদের প্রত্যাশা।
তিনি আরো বলেন, কোরবানির ত্যাগের মহিমায় আমরা দুস্থ অসহায় গরীর মানুষের পাশে দাঁড়াতে পারি। কোরবানি পশু জবাইয়ের যে তিনভাগ, তার একভাগ নিজের জন্য, একভাগ গরিব,দুস্থ,অসহায়ের জন্য এবং আরেকভাগ আত্মীয়-স্বজনের জন্য এই চিন্তা ভাবনাটা যেন আমাদের সবার মাঝে থাকে।
মেয়র আরো বলেন, নগরীতে পশু কোরবানির পর দ্রুততম সময়ে কোরবানি পশুর বর্জ্য যাতে আমরা অপসারণ করতে পারি, বর্জ্য অপসারণের আমরা ৪২০০ জন কর্মচারি ও ১৬০ টি বর্জ্য অপসারণ ট্রাক প্রস্তুত রেখেছি। আমি নগরবাসিকে অনুরোধ করবো, কোরবানি পশু জবাই দেয়ার সাথে সাথে বেশিকরে পানি দিয়ে সেগুলো পরিষ্কার রাখে এবং কোরবানি পশুর বর্জ্য যেখানে সেখানে না ফেলে কর্পোরেশন নির্ধারিত ডাস্টবিনে রাখে। আমি বিশ্বাস করি সবাই মিলেমিশে একসাথে কাজ করলে এই শহরকে আমরা সুন্দর রাখতে পারব। বর্ষা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে, আমাদের মূল চ্যালেঞ্জ জলাবদ্ধতা। তাই ময়লা আর্বজনা ড্রেনে ও যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে ফেলে নগরকে আমরা সুন্দর রাখতে পারি।
পবিত্র ঈদুল আজহার জামাতে ইমামতি করেন খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। জামাত শেষে দেশ ও জাতির এবং মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।