
সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সোনার মদিনা স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক ও ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডব্লিউ এফ) এর সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ আল-আমিন খন্দকার। দৈনিক সরেজমিন বার্তাকে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ উল আযহা মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। ঈদ উল আযহার প্রকৃত মর্ম উপলব্ধি করে তা আমাদের ব্যক্তিগত জীবনে আমল করা উচিত”। লিখিত শুভেচ্ছা বার্তায় এই ব্যবসায়ী নেতা মুসলিম উম্মাহর ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য উদাত্ব আহবান জানান।