প্রকাশিত : ০৫ জুন, ২০২৫, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ৩ দিন পরে পরিত্যক্ত পুকুর থেকে ধাত্রী বৃদ্ধার লাশ উদ্ধার

মো: শহিদুল ইসলাম, হাটহাজারী,প্রতিনিধি 

নিখোঁজের ৩দিন পরে পরিত্যক্ত পুকুর থেকে ফাতেমা বেগম (৯০) নামে এক ধাত্রীর লাশ উদ্ধার করে মডেল থানার পুলিশ। 

বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৫টার দিকে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন ৬নং ওয়ার্ড় এ হাধুরখীল হাধুচৌধুরী জামে মসজিদে পশ্চিম পাশে জামান চৌধুরী বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ফাতেমা বেগম(৯০),পিতা- আশু আলী সওদাগর, মাতা- আমেনা বেগম, সাং- হাসেম কোম্পানীবাড়ি,উওর মিরেরখীল, ৮নং ওয়ার্ড হাটহাজারী পৌরসভা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে হাটহাজারী পৌরসভার মুন্সির মসজিদ এলাকার ধাত্রী হিসেবে পরিচিত বৃদ্ধা ফাতিমা বেগম নিখোঁজ হয়। এরপর বৃহস্পতিবার বিকালে 
হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন ৬নং ওয়ার্ড় এ হাধুরখীল হাধুচৌধুরী জামে মসজিদে পশ্চিম পাশে জামান চৌধুরী বাড়ির পরিত্যক্ত পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ ও মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন।

হাটহাজারী মডেল থানার এসআই রুপম নাথ  সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে জানান, গত ২ জুন বিকাল ৪টার দিকে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়। তবে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার পরিবার থেকে কাউকে কোন সন্দেহ নেই। তাই এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়