সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডব্লিউ এফ) এর রায়গঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ ওমর ফারুক খান জুবায়ের | দৈনিক সরেজমিন বার্তাকে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ উল আযহা আমাদের ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে আত্মত্যাগে নিবেদিত হওয়ার শিক্ষা দেয়। ঈদ উল আযহার প্রকৃত মর্ম উপলব্ধি করে ব্যাক্তি জীবনে তা পরিচর্চা করে মানবতার কল্যানে নিজের ব্যাক্তি স্বার্থ পরিত্যাগ করা প্রত্যেকটা মুসলমানের ঈমানী দায়িত্ব”। লিখিত এই শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য উদাত্ব আহবান জানান।