প্রকাশিত : ০৫ জুন, ২০২৫, ০২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দিন বৃষ্টির সম্ভবনা যেসব এলকায়

ছবিঃ সংগ্রহীত।

মাইদুল হক মিকুঃ 

আগামী শনিবার, ৭ জুন দেশে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক ও আরামদায়ক। তবে কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু স্থানে ঈদের দিন সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, ঈদের দিন সকালে তুলনামূলকভাবে আরামদায়ক তাপমাত্রা অনুভূত হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে, ফলে গরম অনুভূত হতে পারে।

ঈদের পরদিন, ৮ জুন রোববারেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। বাকি অঞ্চলগুলোর আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। এই সময় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

৯ জুন, ঈদের তৃতীয় দিনেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সারাদেশে গরমের তীব্রতা সামান্য বাড়তে পারে।

সার্বিকভাবে বলা যায়, এবারের ঈদে দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি না থাকায় কোরবানির কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়