দোলা দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
শুধু হিন্দি সিনেমা নয় বাস্তবতার কাছে হার মানালেন সিনেমার গল্প।
হিন্দি (নায়ক) সিনেমা যেনো বাস্তবে ফিরে এলো,হিরো যেনো সবার মাঝেই,মানবিক কাজে নেই পিছিয়ে,নেই অন্যায়ের সাথে আপোষ,আছে শুধু তার দ্বারা কিভাবে উন্নতি হবে দেশ ও দুঃখ গুছবে নিজ দেশের জনগনের,বেকারত্ব দূর করে তৈরি হবে এক স্বপ্নের নারায়ণগঞ্জ শহর।
১৯-কেভিড,২৪ এর বন্যা কোনোটিতে পিছ পা হয় নি তিনি।
নারায়ণগঞ্জের মডেল গ্রুপের কর্ণধার জনাব মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে নারায়ণগঞ্জ বাসির গুনগান,এরই মধ্যে হাজারো মানুষের মনে জায়গা করে নিয়েছে নিমিষেই, শুধু নারায়ণগঞ্জ বাসীর পাশেই নয় বরং সারাদেশের যেকোনো দুর্যোগে শত শত মানুষের পাশেঁ দাড়িয়েছেন জনাব মাসুদুজ্জামান মাসুদ।তার কার্যক্রমে ৫ আসনের জনগন তাকেই দেখতে চায় এমপি হিসেবে, জনগন জানায় তিনি এমপি হলে ৫ আসনের জনগনের দুর্ভোগ কমবে বলে তারা মনে করেন।মানুষের পাশেঁ সহায়তার হাত বাড়িয়ে থেমে নেই নিজ এলাকা বা নিজ শহরে,সহযোগীতা ছাড়িয়ে গেছে দেশ-দেশান্তরে,বেকারত্ব দূর করতে করে দিয়েছে কাজের সুযোগ।পিছিয়ে রাখেনি নারীদেরও,করে দিয়েছে কর্মসংস্থান সেই সাথে দিয়েছে সম্মান ও সুযোগ নিজ পায়ে দাড়িয়ে হাত পেতে ভিক্ষা না করে নিজেদের গড়ে তুলে সমাজে মাথা উঁচু করে বাচাঁর সুযোগ।
তার পছন্দের দল বিএনপি,সবসময় দলের পাশে ছিলেন এবং এখনও আছে,তাই দলের লোকজন আশা করছে তাকে যেনো দেখতে পায় দলের হয়ে নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি পদে।
তারা আরো বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রথমবার(১৯৯১) সালে প্রথম প্রধানমন্ত্রী হয়েছন এর আগে থেকেই প্রায় ৪০ বছর হবে মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ সাহেব বাংলাদেশ জাতীয়বাদী দলের সাথে জড়িত(১৯৮৮ ) সাল থেকে আমাদের নারায়ণগঞ্জের বাংলাদেশ জাতীয়বাদী দলের যতগুলি অঙ্গ সংগঠন আছে আমরা মাসুদুজ্জামান মাসুদ সাহেবের অধিনে কাজ করে আসছি এবং এখনোও করছি। আগামিতেও করবো।মাসুদুজ্জামান মাসুদ ভাইকে ব্যালটের মাধ্যমে ৫ আসনের এমপি আমরা দেখতে চাই ইনশাআল্লাহ,এতে করে যে যাই বলুক আমাদের কিছু আসে যায় না।
শুধু তার গ্রামের মানুষই না আশেপাশের দশ গ্রামের মানুষ তার গুনগান করে।সবাই তাকে মানবিক মানুষ হিসেবে চিনে ও জানে।
এলাকার কিছু মুরুব্বী ও যুবসমাজ জানায়,
আপনারা যারা মাসুদ ভাইয়ের সমন্ধে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন আপনারাই বা নারায়ণগঞ্জের কি উন্নয়ন মুলক কাজ করেছেন?শুধু খাই খাই করেছেন আর ধান্ধা খুজেঁছেন কোথায় দুইটাকা ধান্ধা করা যাবে।
আপনারা যারাই মাসুদ ভাইয়ের সমন্ধে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে মানবিক মানুষের উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন তারা হয়তো বেশীদূর এগিয়ে যেতে পারবেন না মিথ্যা,বানোয়াট কথা নিয়ে।সত্যর জয় হবেই।