প্রকাশিত : ০৪ জুন, ২০২৫, ০৯:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মীর মুগ্ধ পানি বিতরণ কর্মসূচি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মুকুল হোসেন 

'পানি লাগবে কারো, পানি, পানি?'
গত ১৮ জুলাই রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ যখন পানির কেস হাতে নিয়ে ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করছিলেন, তখন তিনি ঠিক মতো তাকাতেও পারছিলেন না। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া টিয়ারগ্যাসে তার চোখ হয়তো জ্বালা করছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় সেদিন অকুতোভয় মুগ্ধ কীভাবে সেবা দিয়ে চলেছেন অন্য শিক্ষার্থীদের।

ভিডিওটা যে সময়ে করা হয়, তার মাত্র ১৫ মিনিট পর থেকেই তিনি আর কাউকে পানি দেননি, দিতে পারেননি। আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে একটি গুলি মুগ্ধর কপালে লাগে।
তারই ধারাবাহিকতায় হরিণা 
পিপুল বাড়িয়া বাজারে মীর মুগ্ধ পানি বিতরণ কর্মসূচি ও 
ফ্রী মেডিক্যাল ক্যাম্পের তিনদিন ব্যাপি কর্মসূচি উদ্বোধন করা হয় ৪ ই জুন রোজ বুধবার দুপুর ১২ টার সময় স্বাধীনতা মুক্ত মঞ্চে।  উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমুগাছা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ নুরনবি, 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান সহকারী নিমগাছি মৎস্য চাষ 
প্রকল্প (রাজস্ব)  মোঃ রাসেদুল হাসান মামুন, বাগবাটি ইউনিয়ন ছাত্র সমাজের আয়োজনে 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 
বাগবাটি ইউনিয়ন বিএনপির 
সাবেক সভাপতি 
মোঃ রেজাউর রহমান( দুদু খান)
এসময় পবিত্র ঈদুল আজহায় নারীর টানে বাড়ি ফেরা মানুষের মাঝে ও পথচারীদের মাঝে স্যালাইন ও পানি বিতরণ করা হয়। 
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ সেখ,আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজের সভাপতি 
মোঃ লিয়াকত আলী,মিরপুর বাংলা কলেজের ছাত্র  রুহুল আমিন, মারুফ হোসেন ছাত্র, 
বাগবাটি ডিগ্রি কলেজ ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা 
পারভেজ, আব্দুল আলিম, 
নাঈম,নাজমুল, আরাফাত,আসিফ,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 
আব্দুল্লাহ পানি বিতরণ কালে  বলেন, 'মুগ্ধর জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্মৃতি আমাদের ছাত্র সমাজের  সঙ্গে জড়িয়ে আছে। সে হারায়নি, হারিয়েছি আমাদের  ছাত্র  জীবনের একটা অংশ।'
আমরা চাই তার স্মৃতি গুলোকে ধরে রাখতে তারি  ধারাবাহিকতায় আজকের আমাদের এই আয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়