প্রকাশিত : ০৪ জুন, ২০২৫, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোবিন্দশ্রী স্কুলের ড্রেনে ভেসে যাচ্ছে দামী এন্টিবায়োটিক, অথচ হাসপাতালেই মিলছে না ওষুধ!

কাজী সজিব আহমদ তালুকদার, সিলেট জেলা প্রতিনিধি: 

সিলেটের গোবিন্দশ্রী স্কুলের সামনের ড্রেনে চোখে পড়ে এক বিস্ময়কর ও বেদনাদায়ক চিত্র—ড্রেনের পানিতে ভেসে যাচ্ছে দামী এন্টিবায়োটিক ওষুধ, যার মধ্যে রয়েছে চিকিৎসাক্ষেত্রে বহুল ব্যবহৃত এরিথ্রোমাইসিন-এর মতো ঔষধ!

এই ঘটনা আরও বেশি প্রশ্ন জাগায় যখন মৌলভীবাজার সদর হাসপাতালের সাধারণ রোগীরা দীর্ঘ লাইন দিয়ে ডাক্তার দেখানোর পরেও প্রয়োজনীয় ফ্রি ঔষধ পান না। অনেকে ব্যক্তিগত খরচে ওষুধ কিনতে বাধ্য হন, যা নিম্নআয়ের মানুষের জন্য চরম দুর্ভোগের বিষয়।

প্রশ্ন উঠছে—কে বা কারা এই গুরুত্বপূর্ণ ওষুধগুলো ফেলে দিলো?
এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এখনো কোনো তদন্ত শুরু হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

জনসাধারণের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। অনেকে বলছেন, যেখানে সাধারণ মানুষ চিকিৎসা ও ওষুধের জন্য হাহাকার করছে, সেখানে এভাবে গুরুত্বপূর্ণ ঔষধ নষ্ট হওয়া প্রশাসনিক গাফিলতি এবং অমানবিক কাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়