প্রকাশিত : ০৪ জুন, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট থেকে যাওয়া  যাত্রীদের দুঃখ জরাজীর্ণ গাজী বুরহান উদ্দীন সড়ক!

আনোয়ারুল হক, রিপোর্টার ।

চীনের দুঃখ যেমন হুয়াংহু নদী, তেমনী কানাইঘাট, গোলাপগঞ্জ, সিলেট সদরবাসীর দুঃখ জরাজীর্ণ ভাঙ্গা গাজী বুরহান উদ্দীন সড়ক। এমন মন্তব্য যাত্রীদের। সেখানে উপস্থিত হয়ে   দেখা যায়, রাস্তার মাঝখানে বিশাল গর্ত। পিচঢালা সড়কের স্থানে স্থানে ভাঙাচোরা। বিটুমিন উঠে গিয়ে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। একটু বৃষ্টি হলেই গর্তগুলো মিনি জলাশয়ে পরিনত হয়। বাড়ে দুর্ভোগ। যানবাহন চলে ঝাঁকি খেয়ে। ধীরগতির চলাচলের কারণে একদিকে লেগে থাকে যানজট, অপরদিকে বাড়ায় দুর্ঘটনার ঝুঁকি। অন্যদিকে ভাঙা অংশ এড়াতে চালকরা সুযোগ পেলেই বিপরীত পাশের লেনে চলে যায়। এতে করে যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কাও রয়েছে। গাজী বোরহান উদ্দিন সড়কটি দেখে বোঝার উপায় নেই এটি কোনো পাকা রাস্তা। খানা-খন্দ আর বড় বড় গর্তে দীর্ঘদিন ধরে  সড়কটির বেহাল দশা। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়ক ব্যবহারকারী হাজার হাজার  পথচারী ও

যানবাহনের যাত্রী ও চালকদের। এমনকি প্রায়ই যানবাহন উল্টে যাওয়ার মত ঘটনা ঘটে। টিলাগড় থেকে কানাইঘাট উপজেলায় গুরুত্বপূর্ণ যাতায়াত করার একমাত্র যোগাযোগ মাধ্যম এই সড়কটি। কয়েকবারের বন্যার পানিয়ে তলিয়ে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ ১৬-১৭ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে কানাইঘাট থেকে রাজাগঞ্জ পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার সড়কের। বিগত ততকালীন সরকারের সময়ে উন্নয়নের ছোঁয়া লাগে নাই বলেছেন এলাকার জনগণ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছেন। দীর্ঘদিন থেকে এ সড়কটি মেরামত না করায় সমস্যায় পড়েছেন ৪টি ইউপি'র বিশেষ করে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, রোগী ও বয়স্ক ব্যক্তিরা বিপাকে পড়েছেন বেশি। মুমূর্ষু রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নিয়ে আসা যাওয়া ঝুঁকিপূর্ণ অবস্থায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের হয়ে দাঁড়িয়েছে। গাজী বোরহান উদ্দিন সড়কে কার্পেটিং উঠে সংস্কারের অভাবে বর্ষামৌসুমে বৃষ্টির পানিতে জমে থাকা ময়লা পানিতে হাঁটু সমান ডুবে থাকে সড়কটি। রোধের দিনে ধুলা- বালু কারণে সড়কটি বদলে মানুষের অভিশাপ হয়ে দাঁড়ায় এই সড়কে চলাচলকারী কাছে। চোরাকারবারীদের চিনি, গরু, মহিষ নিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। লেগুণা, সিএনজি চালিত অটোরিকশা যানবাহনগুলো চলছে হেলেদুলে। দীর্ঘদিন ধরে সড়কের সংস্কারের কাজ করা হয়নি। যার অবস্থার আরও করুণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সংস্কার কাজের জন্য দাবি জানানো হয়েছে এমনকি মানববন্ধন পর্যন্ত করা হয়েছে কিন্তু অবহেলিত এই অঞ্চলের মানুষের দুর্দশার কথা কেউ কানে নেয়নি। সংস্কার না হওয়ায় এই পথে চলাচলা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চারটি ইউনিয়নের হাজার হাজার  মানুষের যাতায়াতের প্রধান সড়কটি। কানাইঘাট উপাজেলা প্রকৌশলী আবু হানিফ জানিয়েছেন-আমরা সময়িক সংস্কার কাজ করতেছি। পূর্ণঙ্গ সংস্কার কাজ করতে ছাড়পত্র পাঠিয়েছি আমাদের সংলিষ্ঠ কতৃপক্ষ বরাবরে পাঠিয়েছি সময় লাগতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়