প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ১১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ক্রসব্রীড বকনা বাছুর বিতরণ। 

মোঃফেরদৌস হোসেন 
উপজেলা প্রতিনিধি বদলগাছী, নওগাঁ।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে বদলগাছীতে ক্রসব্রীড বকনা বাছুর বিতরণ করা হয়েছে। 
নওগাঁর বদলগাছীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির মাঝে বাড়ন্ত ক্রসব্রীড বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ১২৫ জন সুফলভোগীর মাঝে একটি করে বকনা বাছুর, চারটি সিমেন্টের পিলার, পাঁচটি টিন(৮ফিট), একটি ম্যাট ও ২৭০ কেজি গো-খাদ্য বিতরণ করা হয়। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এসব বাছুর ও উপকরণ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিন বার্তার বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস হোসেন, দপ্তর সম্পাদক ও দৈনিক জয়সাগর পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ সারোয়ার হোসেন অপু, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী, সাবেক সম্পাদক সানজাদ রয়েল সাগর, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মাওলাসহ প্রমুখ।

সুফলভোগীরা জানান, একটা বকনা বাছুর কিনতে অনেক টাকার প্রয়োজন। একসাথে এতগুলো টাকা দিয়ে গরু কেনা প্রায় অসম্ভব। বাছুরসহ বাছুর লালন পালন করার জন্য খাবারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এতে আমাদের প্রায় ছয় মাসেরও বেশি সময় বিনা খরচে লালন পালন করা সম্ভব হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী বলেন, সমতলভূমির অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২৫ জনকে বকনা বাছুর, খাবারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এতে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। আমরা নিয়মিত তদারকির মাধ্যমে এসব বাছুরের দেখভালসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়