মোহাম্মদ কাজল:
ঈদ যাত্রায় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় সহ জনগণের সকল ভোগান্তি নিরসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর বাসন থানা কমিটির পক্ষ থেকে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। ৩রা জুন মঙ্গলবার বেলা দুইটায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় উক্ত কর্মসুচী পালন করা হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসন মেট্রো থানার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর শাখা কমিটি প্রচার সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম। অন্যান্নের মধ্য বক্তব্য রাখেন, বাসন মেট্রো থানা কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি শরফুদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সাফায়েত ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর বাসন থানা কমিটি নেতা খাতিজুল ইসলাম মুজাহিদ। এসময় বক্তারা বলেন, প্রতি বছর ঈদকে সামনে রেখে বাংলাদেশে সড়ক পরিবহন সেক্টরে দুর্নীতিবাজ ধান্দাবাজরা সিন্ডিকেট তৈরি করে সরকারের নির্ধারীত ভাড়ার তিনগুণ ভাড়া সাধারন মানুষ থেকে আদায় সহ বিভিন্ন ভাবে হেনস্তা করে থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এসব অপকর্ম কখনো বরদাশত করবে না, তা