চলন্ত বাসে সন্তান জন্ম দিলেন সিলেটের সুমি
সিরাজুল ইসলাম।
জেলা প্রতিনিধি।
ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মোছাঃ সুমি আক্তার (৩৫) নামের এক বাস যাত্রী নরমাল ডেলিভারিতে কন্যা সন্তানের জন্ম দিলেন।
মোছাঃ সুমি আক্তার সিলেট জেলার বালাগঞ্জ থানার ওসমানী নগর চাঁনপুর এলাকার জুয়েল মিয়ার স্ত্রী। সে এর আগে ২ ছেলে ১ মেয়ের জননী।
ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে সোমবার (২ জুন)
রাত ৮ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো বাস স্ট্যান্ডে এই বিরল ঘটনা ঘটেছে।
বাসটির যাত্রীদের সাথে আলাপকালে জানা যায়, ঢাকার বিমানবন্দর বাস স্ট্যান্ড থেকে স্বাভাবিক অবস্থায় মোছাঃ সুমি আক্তার নামে এই গর্ভবতী মহিলা সিলেটের উদ্দেশ্যে যাওয়ার জন্য গাড়িতে ওঠে।
চান্দুরা ডাকবাংলা বাসস্ট্যান্ডের কাছাকাছি এসে সে ব্যথা অনুভবের কথা বাসে থাকা যাত্রী ও সুপারভাইজার কে অবহেলিত করলে সবাই বাসটিকে চান্দুরা ডাকবাংলো দাঁড় করানোর পরে আশেপাশের মহিলা ও পুরুষের সহযোগিতা নরমাল ডেলিভারিতে কন্যা সন্তানের জন্ম দেয়। নবাগত সন্তান ও মা সুস্থ অনুভব করায় পরে বাসটি সিলেটের উদ্দেশ্যে আবার যাত্রা করে।
মোছাঃ সুমি আক্তারের ভাই বিপ্লব জানান, আমরা আমাদের বোন ও তাহার বাচ্চা কে রিসিভ করে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাচ্চা ও মা উভয় সুস্থ রয়েছে। সবাই তাদের জন্য দোয়া করেন।
Sorejomin Barta
https://sorejominbarta.com | Phone: +880 | Email:
চলন্ত বাসে সন্তান জন্ম দিলেন সিলেটের সুমি
রিপোর্টার: এস টিভি ডেস্ক |
প্রকাশ: Tuesday, 03 June 2025, 08:45 PM
সিরাজুল ইসলাম।
জেলা প্রতিনিধি।
ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মোছাঃ সুমি আক্তার (৩৫) নামের এক বাস যাত্রী নরমাল ডেলিভারিতে কন্যা সন্তানের জন্ম দিলেন।
মোছাঃ সুমি আক্তার সিলেট জেলার বালাগঞ্জ থানার ওসমানী নগর চাঁনপুর এলাকার জুয়েল মিয়ার স্ত্রী। সে এর আগে ২ ছেলে ১ মেয়ের জননী।
ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে সোমবার (২ জুন)
রাত ৮ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো বাস স্ট্যান্ডে এই বিরল ঘটনা ঘটেছে।
বাসটির যাত্রীদের সাথে আলাপকালে জানা যায়, ঢাকার বিমানবন্দর বাস স্ট্যান্ড থেকে স্বাভাবিক অবস্থায় মোছাঃ সুমি আক্তার নামে এই গর্ভবতী মহিলা সিলেটের উদ্দেশ্যে যাওয়ার জন্য গাড়িতে ওঠে।
চান্দুরা ডাকবাংলা বাসস্ট্যান্ডের কাছাকাছি এসে সে ব্যথা অনুভবের কথা বাসে থাকা যাত্রী ও সুপারভাইজার কে অবহেলিত করলে সবাই বাসটিকে চান্দুরা ডাকবাংলো দাঁড় করানোর পরে আশেপাশের মহিলা ও পুরুষের সহযোগিতা নরমাল ডেলিভারিতে কন্যা সন্তানের জন্ম দেয়। নবাগত সন্তান ও মা সুস্থ অনুভব করায় পরে বাসটি সিলেটের উদ্দেশ্যে আবার যাত্রা করে।
মোছাঃ সুমি আক্তারের ভাই বিপ্লব জানান, আমরা আমাদের বোন ও তাহার বাচ্চা কে রিসিভ করে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাচ্চা ও মা উভয় সুস্থ রয়েছে। সবাই তাদের জন্য দোয়া করেন।
সম্পাদক: মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া