রাকিব ইদ্রিস
সোমবার ২ জুন ২০২৫ ইং রাজধানীর উত্তরায় অবস্থিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান জামি'আতুস সাহাবাহ ঢাকা ও বায়তুর রহিম জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে কোরবানির পশুর চামড়া সুষ্ঠুভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনার বিষয়ে করণীয় নির্ধারণে সম্প্রতি এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত মুরুব্বিয়ানদের পরামর্শ গ্রহণ করা হয়, যাতে এ বিষয়ে সুশৃঙ্খল ও স্বচ্ছ কার্যক্রম পরিচালনা সম্ভব হয়।
ইসলামি জ্ঞানের বিস্তার, নৈতিকতা ও সমাজ গঠনে দ্বিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি হয়ে ওঠে এক মনোজ্ঞ ও তাৎপর্যপূর্ণ মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও গবেষক ড. এটিএম মোস্তফা কামাল, যিনি তাঁর বক্তব্যে দ্বিনি শিক্ষার সামাজিক প্রাসঙ্গিকতা, নৈতিক অবক্ষয়ের প্রতিকারে ইসলামি শিক্ষার ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তোলার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভাটি সঞ্চালনা করেন বিশিষ্ট আলেম ও জামি'আতুস সাহাবাহ ঢাকা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আফজাল হোসেন, যিনি দ্বিনি শিক্ষা প্রসারে মাদ্রাসাটির অবদান তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মাঝে আদর্শ মুসলমান হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সালাহউদ্দিন আহমেদ স্বপন,সদস্য সচিব আহবায়ক কমিটি অত্র মাদ্রাসা। তিনি বলেন,
“এই ধরনের প্রতিষ্ঠানই জাতির নৈতিক ভিত্তি গঠনের মূলভিত্তি। দ্বিনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা প্রজন্মই পারে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে।”
বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহন করেন:জামি'আতুস সাহাবাহ মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদীস মাওলানা নুরুজ্জামান,জনাব হানিফ সরকার,মাওলানা আব্দুল্লাহ আল-মামুন।
সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হাসান,মুফতি মুসলিম উদ্দিন সহ এলাকার গন্যমান্য আলেম ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিশেষ নসিহত প্রদান করা হয় এবং মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে। এই আয়োজন মাদ্রাসা তথা পুরো সমাজের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছে, যা আগামী প্রজন্মের মধ্যে নৈতিকতা, জ্ঞান ও আদর্শিক চেতনা জাগিয়ে তুলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।