জান্নাতুল বাকী শেরপুর জেলা রিপোর্টার :
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জুন) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ 'রজনীগন্ধা'-তে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, “চামড়া ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করা গেলে এ খাত থেকে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব।”
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস. এম. মোহাই মোনুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমদ এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান।
সভায় বক্তারা কোরবানির পরপরই চামড়া লবণ দিয়ে প্রাথমিকভাবে সংরক্ষণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধ, এবং ট্যানারিগুলোতে সময়মতো চামড়া সরবরাহের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চামড়া ও ট্যানারি ব্যবসায়ী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে চামড়া ব্যবস্থাপনার জন্য পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং এলাকাভিত্তিক সমন্বয় সভা আয়োজনের নির্দেশনা প্রদান করা হয়।