প্রকাশিত : ০১ জুন, ২০২৫, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানী বনানীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়

দেলোয়ার হোসেন
আজ (পহেলা জুন ২০২৫ )রোজ রবিবার  রাজধানী বনানী  ১৯ নং ওয়ার্ড, বনানী কাঁচা বাজার ইউনিট বিএনপি'র উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয ৷ 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল জামাল নুরুদ্দিন মোল্লা (ঢাকা ১৭ আসনের বিএনপির কর্ণধার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক)

 বিশেষ অতিথি মোস্তাফিজুর রহমান সেগুন( সিনিয়র যুগ্ম আহ্বায়ক ,ঢাকা মহানগর উত্তর বিএনপি) আব্দুল আলিম নকী (সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  ঢাকা মহানগর উত্তর সাবেক কাউন্সিলর) ,শফিকুল ইসলাম শাহীন (সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি) ফারুক হোসেন ভূঁইয়া (সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি) রেজাউর রহমান ফাহীম( সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি) 
আবুল কালাম আজাদ (সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি, সাবেক কাউন্সিলর) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, (আলী আহমেদ, বনানী ইউনিট বিএনপি'র সভাপতি) 
প্রধান অতিথির ভাষণে কামাল জামাল নুরুদ্দীন মোল্লা বলেন ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কেট হাউসে স্বৈরা শাসক হোসাইন মোহাম্মদ এরশাদের সহযোগিতায় বিপদগামী কিছু সেনা সদস্যের হাতে  প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে নির্মমভাবে হত্যা করাহয়৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশ গড়ার কারিগর ওবহুদলীয় গণতন্ত্রের মহান নেতা, শেখ মুজিবুর রহমান দেশের গণতন্ত্রকে নির্বাসনে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিলে, গণতন্ত্রের লেস মাত্র সিটে ফোটা ছিল না, অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবার জন্য গণতন্ত্রকে উন্মুক্ত করে দিয়েছিলেন ,সবাইকে রাজনীতি করার মুক্ত স্বাধীনতা দিয়েছিলে ,দিয়েছিলেন মুক্ত চেতনা গণতন্ত্রের চর্চার অধিকার ও বহুদলীয় গণতন্ত্র ৷তার শাসনামলে দেশে স্বর্ণযুগ ছিল ৷দেশের আনাচে কানাচে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্যে চসে বেড়াতে তিনি সব সময় সাধারণ মানুষের কাছাকাছি থাকতে ,ভালোবাসতেন দেশকে ,ভালবাসতে দেশের মানুষকে, ভালবাসতে দেশের স্বাধীনতাক ৷তার আদর্শ চেতনাকে বুকে ধারণ করে, দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নসহ নতুন সাজে দেশ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের কাজ করে যেতে হবে ৷দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ৷ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন সংস্কারের নামে সময় নষ্ট না করে দেশের মানুষ ও উন্নয়নের কথা চিন্তা করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহবান জানা ৷ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বনানী থানা সাবেক বিএনপির সাধারণ সম্পাদক( মিজানুর রহমান বাচ্চু) রফিকুল ইসলাম খোকন (যুগ্ন আহবায়ক বনানী থানা বিএনপি )বনানী থানার বিএনপি'র সাবেক আহ্বায়ক (মিজানুর রহমান মিজান) গুলশান থানার বিএনপির সভাপতি এস এম মামুন , বনানী থানা যুবদলের সাবেক আহ্বায়ক শাহজাহান সরকার, সাবেক ছাত্রদল নেতা অপু, গুলশান থানা সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জালাল সরদার সহ স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে তবারক বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়