রামগতি লক্ষ্মীপুর প্রতিনিধি:আবু সালমান
লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (১ জুন) সকাল ১১টার দিকে চর রমিজ ইউনিয়নের উচখালি এলাকার অদূরে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি অজ্ঞাত এক নারীর। প্রাথমিকভাবে পরিচয় জানা না গেলেও এটি সম্প্রতি ঘটে যাওয়া একটি ট্রলারডুবির ঘটনার সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, গতকাল শনিবার ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার বয়ারচরের উদ্দেশ্যে যাত্রা করলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই ঘটনায় ৩১ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজদেরই একজন হতে পারেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।