প্রকাশিত : ০১ জুন, ২০২৫, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরগীর ঘরে আশ্রয় নেয়া

অসহায় বৃদ্ধা মায়ের কাছে ঈদ উপহার নিয়ে হাজির র‍্যাব

মাইদুল হক মিকুঃ 


পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে এক অসহায়, ভূমিহীন ও অসুস্থ ৯০ উর্দ্ধো বৃদ্ধার মানবেতর জীবনযাপনের খবর ছড়িয়ে পড়ে গত ৩০ মে ২০২৫ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮ (র‌্যাব-৮) এর নজরে আসার পর, তারা দ্রুত ঘটনাস্থলের সত্যতা যাচাই করে নিশ্চিত হয় যে, বৃদ্ধাটি দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও অসুস্থতার সঙ্গে লড়াই করছেন।

ঘটনাটি জানার পর র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস, মানবিক দৃষ্টিকোণ থেকে বৃদ্ধার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরপর র‌্যাব-৮ এর একটি প্রতিনিধি দল ওই বৃদ্ধার বাসস্থানে গিয়ে তাকে ঈদের উপহারসামগ্রী, খাদ্যদ্রব্য, নতুন কাপড়, শয়নযোগ্য বিছানাপত্র, গৃহস্থালির তৈজসপত্র এবং একটি পালনযোগ্য ছাগল উপহার দেয়।

দেশব্যাপী জঙ্গি দমন, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানের পাশাপাশি র‌্যাব নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। পটুয়াখালীতে অসহায় এই বৃদ্ধাকে সহায়তা প্রদান সেই ধারাবাহিকতারই একটি অংশ।

স্থানীয় এলাকাবাসী র‌্যাব-৮ এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়