মুকুল হোসেন
" দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে " এই শ্লোগান নিয়ে - সিরাজগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ " সম্পর্কে তথ্য চিত্র উপস্থাপন করা হয়। কুইজ,চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) এর সহযোগিতায় এবং
জেলা প্রাণিসম্পদ দপ্তর সিরাজগঞ্জের আয়োজনে,
রবিবার (১জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখ হতে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, প্রাণিসম্পদ দপ্তরের সাবেক ট্রেনিং অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম আনোয়ারুল হক।
এ অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের জেলা কৃত্তিমপ্রজনন দপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানে খামারী এবং স্টেক হোল্ডারদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, পিপুলবাড়িয়ার তিনভাই ডেইরি ফার্ম স্বত্বাধিকারী মোঃ আব্দুল্লাহ আল মামুন, সয়াধানগড়ার এলাকায় অবস্থিত কনা ডেইরি ফার্মের স্বত্বাধিকারী কনা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।