প্রকাশিত : ৩১ মে, ২০২৫, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে গ্যাস সংকট থাকবে না তৈরি পোশাক কারখানাগুলোতে 

তাহের তারেক 

আজ থেকে গ্যাস সংকট থাকবে না তৈরি পোশাক কারখানা গুলোতে আজ শনিবার বেলা বারোটার দিকে সাভারের ডিইপিজেডের নতুন জনে অবস্থিত বিদ্যুৎ এর পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা মোঃ ফাওজুল কবির খান।

উপদেষ্টা আরো জানান আজ থেকে সব তৈরি পোশাক কারখানায় গ্যাস সরবরাহ বাড়বে এবং চারটা নতুন এলএম জি ,কারগো আনা হয়েছে এবং সরবরাহ শুরু হয়ে গেছে তাই আজ থেকে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন। 

এর আগে উপদেষ্টা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের আন্দোলনের কারণে পল্লী বিদ্যুৎ অফিসে বক্তব্য রাখেন তিনি বলেন আন্দোলন করার কোন কারণ নেই এবং কোন অচল অবস্থা  নেই আন্দোলনকারীদের যেসব দাবি-দাওয়া আছে সেগুলো যৌক্তিক সেগুলো সমাধান করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। এ সময়
উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়