প্রকাশিত : ৩০ মে, ২০২৫, ১০:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাংনীতে স্কুল সভাপতিকে অপসারণের দাবিতে মানববন্ধন

 মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের নেতা মোঃ আব্দুল্লাহ আল গালিব (সজিব) কে বামুন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি করায় তাকে অপসারণ ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । 

বৃহস্পতিবার ২৯-০৫-২০২৫ বিকেলে উপজেলার বামুন্দি বাসস্ট্যান্ডে, বামুন্দি ইউনিয়  বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।বামুন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন,বামুন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজে যাকে সভাপতি করা হয়েছে সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবং তার বাবাও আওয়ামীলীগ করেন।
আমাদের সকলের দাবি এই কমিটি বাতিল করতে হবে অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে সাইদুর রহমান টেবু বলেন, এই কমিটিকে অপসারণ করে নতুন একটি কমিটি উপহার দেওয়ার জন্য প্রশাসন ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

বামুন্দি ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি  আমিরুল ইসলাম বলেন, "আমি এই প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের ছাত্র। আমরা এই প্রতিষ্ঠানকে ভালবাসি। কিন্ত দুঃখের বিষয় এই সময় এসে ছাত্রলীগের নেতাকে সভাপতি করা হয়েছে। আমি মনে করি এর পিছনে অধ্যক্ষের হাত রয়েছে। অতি দ্রুত এই কমিটি বাতির করতে হবে। আর না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।"

গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশিদ বাচ্চু বলেন,বামুন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজের সভাপতি করা হয়েছে ছাত্রলীগ নেতাকে। "আমাদের সকলের দাবি অতি দ্রুত তাকে অপসারণ করতে হবে। আর যদি অপসারণ না করা হয় তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দেওয়া হবে।"

এই সময় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ কায়কোবাদ সহ বামুন্দি ইউনিয়ন বিএনপি ও এর  সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বামুন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজের সভাপতি আব্দুল্লাহ আল গালিব (সজীব)কে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি। উক্ত কলেজ
 অধ্যক্ষ সাজেদুর রহমান বলেন, "যাকে প্রতিষ্ঠানের সভাপতি করা হয়েছে আসলে তিনি ছাত্রলীগের নেতা কিনা তা আমি জানতাম না।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়