প্রকাশিত : ৩০ মে, ২০২৫, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হালদা নদীতে পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ ; চলছে সংগ্রহের উৎসব

মো : শহিদুল ইসলাম 
হাটহাজারী প্রতিনিধিঃ

এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ। 

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা  থেকে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে শুরু করে, তথ্যটি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আনিসুল ইসলাম। 

জানা যায়, হালদা নদীর  হাটহাজারী  ও রাউজান উপজেলা অংশে  ডিম সংগ্রহের উৎসব শুরু হয়েছে। শত শত নৌকা নিয়ে ডিম সংগ্রহকারীরা ডিম আহরণ করছেন। নদীর দুই তীরে মানুষের উপস্থিতি বাড়ছে। মৌসুমের আমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বজ্রসহ বৃষ্টির কারণে  নদীতে ঢলের প্রকোপ বৃদ্ধি পায় আর এতে মা মাছ ডিম ছাড়তে শুরু করে।

প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর  বৃহস্পতিবার দিবাগত রাত চারটায় জানান, হালদার মা মাছ  ডিম ছেড়েছে। তিনি নৌকা নিয়ে নদীতে আছেন। ডিম সংগ্রহ  করছেন। প্রচুর পরিমাণে ডিম পাচ্ছেন বলেও জানান তিনি।

হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম জানান, আনুমানিক রাত ২ টা থেকে জোয়ারের সময় হালদা নদীর আমতুয়া অংশে পূরোদমে ডিম ছেড়েছে মা মাছ। পরবর্তীতে ডিম হালদা নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ডিম সংগ্রহ করতে পেরে সংগ্রহকারীদের মুখে হাসি ফুটেছে।
 
 
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, হালদা নদীতে মা মাছ  ডিম ছেড়েছে।  তিনি নদীতে আছেন। হাটহাজারী  ও রাউজান উপজেলার ডিম সংগ্রহকারীরা নৌকা নিয়ে নদীতে ডিম সংগ্রহ করছেন। 

উল্লেখ্যঃ গতকাল অমাবস্যার জোঁ বা তিথীতে (৪র্থ জোঁ) সকাল ১১ টার দিকে জোয়ারের সময় হালদা নদীর বিভিন্ন স্পনিং গ্রাউন্ডে দ্বিতীয় দফায় নমুনা ডিম ছাড়ে কার্পজাতীয় মা মাছ। প্রথম দিকে খুবই সামান্য পরিনাণে নমুনা ডিম পাওয়া গেলেও পরবর্তীতে জোয়ার বাড়ার সাথে সাথে ডিমের পরিমাণ কিছুটা বাড়তে থাকে। যেহেতু অমাবস্যার জোঁ চলছে তাই পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হলেই রাতেই পূরোদমে ডিম ছাড়ার ব্যাপক সম্ভাবনা ছিলো। ঠিক হয়েছে ও তাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়