মো: কাজলঃ
আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় কোরবানির পশুর হাটের ইজারা চূড়ান্ত করতে দরপত্র আহ্বান করেন উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় এবার ঐতিহাসিক আমতলী বাজারের কোরবানীর পশুর হাটের ইজারায় অংশ নিয়ে হাটের ইজারা পেলেন গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সদস্য এম এম মহিবুর রশীদ মারুফ।
এছাড়াও তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট, গাজীপুর পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও ২৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন। ইজারা চুরান্ত হওয়ার পর ইতোমধ্যে আমতলী বাজারের পশ্চিম পাশে কোরবানী পশুর হাটের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে । আনুষ্ঠানিকভাবে আগামী ২জুন থেকে ঈদের দিন পর্যন্ত এ পশুর হাট চলমান থাকবে। এ কোরবানির পশুর হাটটি অত্র অঞ্চলের সর্ববৃহৎ কোরবানির পশুর হাট হিসেবেও খ্যাতি রয়েছে।
নির্বিঘেœ হাটে কোরবানীর পশু ক্রয়-বিক্রয়ের জন্য ক্রেতা ও বিক্রেতাদের জন্য নেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে থাকবে দুর-দুরান্ত থেকে আগত পশু বিক্রেতাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা।
এব্যপারে আমতলী পশুর হাটের ইজারাদার এম এম মহিবুর রশীদ মারুফ জানান, ক্রেতারা যেনো নির্বিঘেœ হাটে এসে কোরবানীর পশু ক্রয় করতে পারেন এবং বিক্রেতারাও যেনো পশু নিয়ে এই হাটে এসে স্বাচ্ছন্দ বোধ করেন তার জন্য হাটে নেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
তারই ধারবাহিকতায় থাকবে সার্বক্ষনিক প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা,বলেন্টিয়ার সার্ভিস,সিসিটিভি ক্যামেরা ও দুর-দুরান্ত থেকে আগত পশু ব্যবসায়ীদের জন্য থাকা খাওয়ারও সুব্যবস্থা রাখা হবে। তাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু ব্যবসায়ীদের এই হাটে এসে পশু বিক্রয় ও ক্রেতাদের এই হাটে এসে কোরবানীর পশু ক্রয় করার আহ্বানও জানান ইজারাদার এম এম মহিবুর রশীদ মারুফ।