প্রকাশিত : ২৮ মে, ২০২৫, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে শেরপুরে দোয়া মাহফিল

এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে শেরপুরে দোয়া মাহফিল

জান্নাতুল বাকী শেরপুর জেলা রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রথম সভাপতি এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ হাইকোর্ট এটিএম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের মামলায় বেকসুর খালাস প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর শহর জামায়াতের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেরপুর পৌর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সুরা সদস্য হাফেজ আব্দুল বাতেন এবং ডাক্তার আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার জামায়াত সেক্রেটারি হাসানুজ্জামান। তিনি বলেন, "একটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় এটিএম আজহারুল ইসলামকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তাঁর নির্দোষ প্রমাণিত হওয়া সত্য ও ন্যায়ের বিজয়।"

দোয়া মাহফিলে জামায়াতের অন্যান্য নেতাকর্মীরাও অংশ নেন এবং এটিএম আজহারুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়