গাজীপুর আদেশ নগর এলাকায় এক নারীর মৃত্যু দেহ উদ্ধার
মোঃ হাফিজুর রহমান (গাজীপুর)
আজ দুপুরে গাজীপুর মহানগরীর আদেশ নগর ৩৩ নং ওয়ার্ড এলাকায় আঃ কাইয়ুম এর বাড়ী থেকে একটি
মৃত্যু নারীর লাশ উদ্ধার করেছে গাছা থানা পুলিশ।
ঘটনা সুএে জানা যায় স্বামী স্ত্রী প্রায় এক বছর যাবৎ
আঃ কাইয়ুম এর বাড়ীতে ভাড়া থাকেন বৃষ্টি, নাজমুল নামে এক দম্পতি । স্থানীয় সূত্রে জানা গেল, বেশ কিছু দিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। নিহতের দেশের বাড়ী টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা। গতকাল রাতে আনুমানিক ৯ টার সময় ঝগড়া হয়। এমনটাই বলেন এই বাড়ীর ভাড়াটিয়া । নিহত বৃষ্টি ও তার স্বামী নাজমুল ইসলাম নাঈম স্থানীয় আপন সোয়েটার কারখানায় চাকুরী করতেন ।আজ সকালে নিহতদের স্বামী নাজমুল ঘরের বাহির দিয়ে তালা দিয়ে চলে যায়, তার কর্মস্থলে। ঘরে তালাবদ্ধ দেখে আশে পাশের বাড়ীর ভাড়াটিয়াদের সন্দেহ হয় । পরে বাড়ীর ম্যানেজার গাছা থানায় ফোন দেন। পরে পুলিশ এসে ঘরের বিছানায় মৃত্যু দেহ দেখতে পান। এর পর গাছা থানা পুলিশ লাশ উদ্ধার করে শহিদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠান। ঘটনাটি নিশ্চিত করেন গাছা থানার উপ-পরিদর্শক - মোঃ মোস্তফা কামাল।
Sorejomin Barta
https://sorejominbarta.com | Phone: +880 | Email:
গাজীপুর আদেশ নগর এলাকায় এক নারীর মৃত্যু দেহ উদ্ধার
রিপোর্টার: এস টিভি ডেস্ক |
প্রকাশ: Tuesday, 27 May 2025, 09:45 PM
মোঃ হাফিজুর রহমান (গাজীপুর)
আজ দুপুরে গাজীপুর মহানগরীর আদেশ নগর ৩৩ নং ওয়ার্ড এলাকায় আঃ কাইয়ুম এর বাড়ী থেকে একটি
মৃত্যু নারীর লাশ উদ্ধার করেছে গাছা থানা পুলিশ।
ঘটনা সুএে জানা যায় স্বামী স্ত্রী প্রায় এক বছর যাবৎ
আঃ কাইয়ুম এর বাড়ীতে ভাড়া থাকেন বৃষ্টি, নাজমুল নামে এক দম্পতি । স্থানীয় সূত্রে জানা গেল, বেশ কিছু দিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। নিহতের দেশের বাড়ী টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা। গতকাল রাতে আনুমানিক ৯ টার সময় ঝগড়া হয়। এমনটাই বলেন এই বাড়ীর ভাড়াটিয়া । নিহত বৃষ্টি ও তার স্বামী নাজমুল ইসলাম নাঈম স্থানীয় আপন সোয়েটার কারখানায় চাকুরী করতেন ।আজ সকালে নিহতদের স্বামী নাজমুল ঘরের বাহির দিয়ে তালা দিয়ে চলে যায়, তার কর্মস্থলে। ঘরে তালাবদ্ধ দেখে আশে পাশের বাড়ীর ভাড়াটিয়াদের সন্দেহ হয় । পরে বাড়ীর ম্যানেজার গাছা থানায় ফোন দেন। পরে পুলিশ এসে ঘরের বিছানায় মৃত্যু দেহ দেখতে পান। এর পর গাছা থানা পুলিশ লাশ উদ্ধার করে শহিদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠান। ঘটনাটি নিশ্চিত করেন গাছা থানার উপ-পরিদর্শক - মোঃ মোস্তফা কামাল।
সম্পাদক: মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া