প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০৯:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা সমাপ্ত: ভূমি সেবায় প্রথম হয়েছেন সদর উপজেলা ভূমি অফিস

 মোহাম্মদ কাজলঃ

ভূমি সংক্রান্ত সেবা কিভাবে সহজে পাওয়া যাবে, সে বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষে গাজীপুরে তিন দিনব্যাপী (২৫ মে থেকে ২৭ মে) ‘ভূমি মেলা’-২০২৫ সমাপ্ত হয়েছে। মেলার সমাপনী উপলক্ষে মঙ্গলবার মেলায় অংশ গ্রহণকার্রী প্রতিষ্ঠান ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনার সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় (ভাওয়াল রাজবাড়ী) চত্বরে অবস্থিত নাটমন্দির প্রাঙ্গণে মঙ্গলবার আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ কায়সার খসরু। এতে সভাপতিত্ব করেন, গাজীপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) আরিফুন নাহার রীতা। বিশেষ অতিথি ছিলেন, গাজীপুরের জেলা রেজিষ্ট্রার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ সোহেল রানা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) ইশতিয়াক আহমেদ।
মেলায় অংশগ্রহণকারী আটটি প্রতিষ্ঠানের মধ্যে মেলায় সার্বিক সেবা ও অন্যান্য কাজের মূল্যায়ন করে ৩টি প্রতিষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার লাভ করেছে, গাজীপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মঈন খান এলিস, দ্বিতীয় পুরস্কার পেয়েছে, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার ( ভূমি) সাইদুজ্জামান হিমু এবং তৃতীয় পুরস্কার পেয়েছে গাজীপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়।
এর আগে গেল রোববার তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল রানা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ কায়সার খসরু।
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখী’এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়।
মেলায় জেলা প্রশাসনের ভূমি সংক্রান্ত সেবাদানকারী এস.এ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ভিপি শাখা, রেকর্ড রুম শাখা, গাজীপুর সদর ও টঙ্গী রাজস্ব সার্কেলের ভূমি অফিস, জেলা সাব-রেজিস্ট্রি অফিস ও জোনাল সেটেলমেন্ট অফিসের ৮টি স্টল স্থাপন করা হয়।
আয়োজকরা জানান, মেলায় ই-নামজারি আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের সুবিধা, খাস জমি বন্দোবস্ত আবেদন গ্রহণ, এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদান, ভিপি লিজ নবায়ন আবেদন ও নিষ্পত্তি, খতিয়ানের অনলাইন কপি সরবরাহ, মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে বিতরণ, জরিপ কার্যক্রম ভিত্তিক সেবা, বন্দোবস্তপ্রাপ্ত খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, সিটিজেন চার্টার অনুযায়ী সেবা প্রদর্শন, সরাসরি সেবা প্রদান ও জিজ্ঞাসার উত্তর প্রদান করা হয়। মেলার দ্বিতীয় দিনে গণশুনানি ও জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ভূমি সেবা গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে সচেনতনতামূলক আলোচনা করা হয় ও বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়