জুনায়েদ কামাল - স্টাফ রিপোর্টার
আশা শিক্ষা কর্মসূচি কর্তৃক আয়োজিত নোয়াখালী সদর উপজেলার আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে নোয়াখালী সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী হাসান মাহমুদ এর সভাপতিত্বে ও শান্তির হাট আশার ব্রাঞ্চ শিক্ষা সুপারভাইজার মোঃ দিদার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ১৯ নং পূর্ব চরমটুয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা নোয়াখালী জেলার এডুকেশন অফিসার আসাদ হোসাইন। আশা শান্তিরহাট সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মজিবুল হক। আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য ইকবাল ফারুক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ ছাত্র ও অভিভাবকবৃন্দ।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, আশা নিজস্ব অর্থায়নে হতদরিদ্র পরিবারের সন্তানরা ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা কর্মসূচির আওতায় আনতে পেরে অত্যন্ত আনন্দিত । সারাদেশে ১০৫০ টি ব্রাঞ্চের আওতায় শিশু থেকে দ্বিতীয় শ্রেণী তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী ও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মোট ছয় লক্ষ শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করে আসছে আশা । আশার উদ্দেশ্য, এই হতদরিদ্র পরিবারের বাবা-মায়ের আর্থিক চাপ কমানো, যাতে তাদের সন্তানেরা পড়ালেখা করে নিজের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। উপস্থিত শিক্ষার্থীর পরিবারের বাবা মা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সহযোগিতাই পারে, আপনার সন্তানের একটি উজ্জল ভবিষ্যৎ ঠিক করতে।
অনুষ্ঠানের প্রাক্কালে অভিভাবকরা বলেন, আশার অর্থায়নে শিক্ষা কর্মসূচি হতদরিদ্র পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই, তারা যেন এই কর্মসূচি অব্যাহত রাখে যাতে হতদরিদ্র পরিবার শিক্ষা গ্রহণ করে তাদের সুন্দর জীবন পরিচালনা করতে পারে ।