প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আখাউড়ায় ৯৬% ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। 

সজল আহাম্মদ খান, আখাউড়াঃ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৯৬ পারসেন্ট ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। জনগণের সচেতনতা ও ভূমি অফিসের আন্তরিকতায় এটা সম্ভব হয়েছে।

ভূমি মেলা উপলক্ষে মঙ্গলবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা জানানো হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিনের সভাপতিত্বে এতে উপকারভোগীরা বক্তব্য রাখেন।

গত সোমবার শুরু হওয়া মেলায় তিনটি স্টল বসে। এসব স্টলে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ বিষয়ে জনগণের মাঝে সচেতনতা গড়ে তোলা হয়। মেলার সমাপনী দিনে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বলা হয়, দলিল, দাখিলা, দখল- এই তিনটা ঠিক থাকলে জমির মালিক হিসেবে প্রকৃত দাবিদার। এর একটা ব্যতয় হলে মালিকানায় সমস্যা হয়। ভূমি উন্নয়ন কর না দেওয়া মানে হলো ঘর করে এতে তালা না দেওয়া। এটা দেওয়া না থাকলে কেউ সুযোগ বুঝে মালিকানা দাবি করতে পারে। তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়