মঞ্জুরুল ইসলাম লংগদু (রাঙামাটি)
বাংলাদেশের সাংবাদিকতায় সততা, প্রজ্ঞা, অধ্যবসায়, পরিশ্রম, নিষ্ঠা, নিরপেক্ষতার যে নজির স্থাপন করেছেন, তিনি হচ্ছেন ওমর ফারুক মুছা। সেইখানে যে শূন্যতাটা হলো, তা-তো আর কখনও পূরণ হবে না। লংগদু উপজেলার অন্যতম সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ, (সাবেক) সভাপতি লংগদু প্রেস ক্লাব মরহুম ওমর ফারুক মুছার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অতিথিরা বক্তব্য তুলে ধরেন।
২৭ মে (মঙ্গলবার) সকালে রাঙামাটি, লংগদু উপজেলা হর্টিকালচার হলরুমে ওমর ফারুক মুছার আজ প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে লংগদু প্রেস ক্লাবের সভাপতি এবি এস মামুনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, লংগদু থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা এখলাস মিয়া খান, লংগদু ইন্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিউর রহমান, হালিম, শাহ আলম মুরাদ সহ এ সময় আরোও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ওমর ফারুক মুছার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।