শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

S M Rubel

S M Rubel এর কিছু লেখা পড়ুন

আন্তর্জাতিক মর্যাদাই স্বীকৃতি প্রাপ্ত গণমাধ্যম কর্মীরা গণমানুষের পক্ষে

এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বের অনন্য দেশের পাশাপাশি ১৯৯৩ সাল থেকে দিবসটি পালন করে আসছে। জাতিসংঘের শিক্ষা,বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা-ইউনেস্কো ঘোষিত এই দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাংবাদিকরাও পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পালন করেন। একমাত্র সাংবাদিকরাই নাম-মাত্র বেতনে,অনেক সময় বিনা বেতনে নিঃস্বার্থভাবে দেশ ও জনগণের কল্যাণে নিজেদেরকে নিবেদিত রেখে চলেছেন। অথচ অনিয়মকারীরা ও দুর্নীতিবাজরা প্রতিনিয়ত সাংবাদিকদেরকে নানান ভাবে হুমকি-ধামকি দেয়,হয়রানি করে,মারধর করে,মামলায় ফেলে, আরো নানা ভাবে তাদেরকে বিভিন্ন সমস্যায় ফেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করে। তবে দিনশেষে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী,সৎ কর্মকর্তা-কর্মচারী,সৎ নেতা-নেত্রী ও নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ সাংবাদিকদের পাশেই ছিলেন আছেন এবং থাকবেন। তাইতো আজও সাংবাদিকেরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তবে আন্তর্জাতিকভাবে গণমাধ্যম কর্মীরা জনগণের পক্ষে আছে ইনশাআল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত থাকবে।  

Read More »

চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ৫৩ ব্যাটেলিয়ান চেকপোস্টে ৭৫টি ভারতীয় শাড়ী আটক

এসএম রুবেল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) মহানন্দা ব্রীজ চেকপোষ্টে ৭৫টি ভারতীয় শাড়ী আটক করা হয়েছে। গত ১ মে আনুমানিক রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মহানন্দা ব্রীজ বিজিবি চেকপোষ্টে কর্মরত টহলদলের চেকপোষ্ট এলাকায় সন্দেহজনক ভাবে একটি সিএনজি দাড় করে,তল্লাশি চালিয়ে বৈধ পাসপোর্টধারী ০২ জন ভারতীয় নাগরিকের কাছে থাকা একাধিক ব্যাগে অনুমোদন বিহীন কাগজপত্র ছাড়া মোট ৭৫টি ভারতীয় শাড়ী উদ্ধার করে।শাড়ীগুলো অনুমোদন বিহীন কাগজপত্র ছাড়া বহনের বিষয়ে ভারতীয় নাগরিকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান-অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে শুল্ক ফাঁকি দিয়ে অভিনব পদ্ধতি অবলম্বন করে শাড়িগুলো বিক্রয়ের জন্য বাংলাদেশে নিয়ে এসেছে।পরে অবৈধ ভাবে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ী বাংলাদেশে নিয়ে আসার অভিযোগে বিজিবি কতৃক অনুমোদনহীন শাড়ীগুলো জব্দ করে প্রচলিত নিয়মানুযায়ী চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করেছে বলে জানিয়েছেন বিজিবি ৫৩ ব্যাটেলিয়ান। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানী মালামাল দমনে সব সমায় সতর্ক ও বদ্ধপরিকর এলাট রয়েছেন আমাদের ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।।

Read More »

সারাবিশ্বে আজ ১ মে শ্রমিক ও মেহনতি মানুষের সংগ্রামের গুরুত্বপূর্ণ আজকের এই মহান দিবসটি।।

এসএম রুবেল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১,মে সারা বিশ্বে শ্রমিক ও মেহনতি মানুষের সংগ্রামের দিন। বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিন এটি। মাঠে-ঘাটে,কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা তাদের নিবিড়ভাবে রক্ত দিয়ে মাখা তাদের সরেন আজকের এই দিন। ১৮৮৬ সালের এই দিনে শ্রমিকরা আট ঘণ্টা কাজের অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। শিকাগোর হে মার্কেটের সামনে বিশাল শ্রমিক জমায়েত ও বিক্ষোভে পুলিশের গুলিতে প্রাণ হারান ১১ জন। এর পরপরই হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। অধিকার আদায়ে শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিনটিকে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় বিশ্বের সব দেশেই এখন পালিত হচ্ছে দিবসটি। মে-দিবসের এ অনন্ত তাৎপর্য ও গুরুত্ব পুঁজিবাদকে এখনো তাড়িয়ে বেড়ায়। এখনো মে দিবস পুঁজিবাদের বুকে জাগায় ভয়,আর শ্রমিক শ্রেণির বুকে জাগায় শোষণমুক্তির ঐতিহাসিক আশাবাদ চিরকাল। ১৯৭২ সালে সদ্য স্বাধীন দেশে পহেলা মে সরকারি ছুটি ঘোষণা করা হয়। প্রতিবারের ন্যায় এবারও রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার ছিল শ্রমজীবী মেহনতি মানুষের জন্য শোষণমুক্ত,মর্যাদাসম্পন্ন ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। লক্ষ্য ছিল শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করা। তাদের অধিকার ও জীবনমান উন্নয়ন,ন্যূনতম মজুরি নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ,শ্রমের মর্যাদা প্রতিষ্ঠাসহ বিভিন্ন কাজ করার। আজ এতদিন পরে এসে সেই একই প্রশ্ন করতে হয়,এর কতটুকু রাষ্ট্র করতে পেরেছে? শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন দেয়া হচ্ছে না। দেয়া হলেও কর্মকর্তাদের তালিকা মালিকপক্ষকে আগেই সরবরাহ করা হয়। ফলে ইউনিয়নের রেজিস্ট্রেশন প্রাপ্তির আগেই কর্মকর্তাদের ছাঁটাই করা হয়। ফলে আমাদেরকে মে দিবসের লড়াই থেকে শিক্ষা নিতে হবে। শ্রমজীবীর শ্রেণি সংগ্রামে শ্রেণি সচেতন অংশকে অবশ্যই শিখে নিতে হবে বর্তমান চ্যালেঞ্জের মোকাবিলা করার লক্ষ্যে বৈজ্ঞানিক মতাদর্শ প্রয়োগের কৃৎকৌশল। আজকে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষিত বিবেচনায় বলা যায় ১৮৮৯ প্যারিসে যে সম্মেলনে মে-দিবস পালনের সিদ্ধান্ত হয় সেখানেই আর একটি সিদ্ধান্ত শ্রমিক শ্রেণির নিজস্ব পার্টি গড়ে তোলার যে আহ্বান জানান হয় তা ছিল ঐতিহাসিকভাবে আজকের এই মহান দিনটি। এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ থেকে মোবাইল নাম্বার ০১৭৫৬৯১১৯৪৬

Read More »

ইউএনও’র বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন,মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.শাহনাজ খাতুন। উৎকোচ ছাড়া প্রকল্পের ফাইলে সাক্ষর না করা করা, বিভিন্ন অযুহাতে টিআর কাবিটা কাবিখা প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ, বিভিন্ন জাতীয় দিবসের নামে অর্থ আদায়,এডিপির অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন, শাহনাজ খাতুন। রবিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় জেলা শহরের একটি হোটেলে তিনি এই সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন বলেন,গত ০২ মার্চ ভোলাহাটে যোগদানের পর থেকে তার সেচ্ছাচারিতায় উপজেলার পরিষদের সকল প্রকল্প গ্রহণ করছেন। তিনি প্রতিমাসে উপজেলা পরিষদ সমন্বয় সভায় অনুমোদন না করে সভার রেজুলেশনে উঠিয়ে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থ অনিয়ম করে ব্যয় করছেন। তার এমন কর্মকান্ডের বিরোধিতা করেও কোন ফল পাওয়া যায়নি। তিনি কখনও সিসি ক্যামেরা মেরামত,কখনও বাসাবাড়ি মেরামত আবার কখনো জাতীয় দিবসসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানের নাম ব্যবহার করে প্রকল্পের মাধ্যমে রাজস্ব তহবিলের টাকা হাতিয়ে নিচ্ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান আরও বলেন,স্থানীয় সরকার বিভাগ হতে ভোলাহাট উপজেলা পরিষদের জন্য বরাদ্ধকৃত ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি’র অর্থ নিয়মানুযায়ী প্রকল্প গ্রহন না করে অফিস কক্ষে গোপন সভার মাধ্যমে আমাকে নোটিশ না দিয়ে তার ইচ্ছামতো প্রকল্প দাখিল ও গ্রহন করেন। এডিপির অর্থ বিভাজনের সুযোগ না থাকলেও তিনি হরিলুটের মত করে এডিপির অর্থ বিভাজন করেন এবং সিংহভাগ অর্থের প্রকল্প তিনি দাখিল করেন। এছাড়া তিনি ১% ও ২% খাতে অর্থ ইউপি চেয়ারম্যানগণকে ব্যবহার করে কোটেশনের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। তিনি উপজেলা পরিষদ মেরামত,নির্বাহী অফিসারের বাসা মেরামতসহ কোটেশনে ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ না করে বিল উত্তোলন করে নিচ্ছেন। একই ঠিকাদারকে বারবার কোটেশনের কাজ দিয়ে দুর্নীতি করছেন। শাহনাজ খাতুন বলেন,তিনি নিয়মনীতির তোয়াক্কা করেন না। একই ভাবে টিআর,কাবিটা ও কাবিখা প্রকল্পের কোন সভা না করেই গোপন মিটিংয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করেছেন। সেখানেও আমাকে কোন নোটিশ প্রদান করেন নি। এবং প্রকল্পের তালিকা পরিষদ সভায় অনুমোদন করেননি। এসব কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমকে সহযোগিতা করেন, স্থানীয় সরকার উপজেলা প্রকৌশলী মো. আছহাবুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.কাউসার আলম সরকার। সংবাদ সম্মেলনে মহিলা ভাইস চেয়ারম্যান আরও বলেন,উপজেলা পরিষদের নামেই শুধু টিআর,কাবিটা ও কাবিখা প্রকল্প থেকে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন উপজেলা প্রশাসন ও নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। এসব বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন প্রকল্পের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করে অভিযোগকারীরা। অভিযোগকারীরা সুষ্ট বিচার তো পাইনি,পক্ষান্তরে প্রসাশনের মামলার হুমকি-ধামকির ভয়ে সাধারণ মানুষ প্রসাশনের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন প্রসাশনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। গত চার বছরে উপজেলা প্রশাসনের সমস্ত উন্নয়ন প্রকল্প থেকে আমাকে বঞ্চিত করে রেখেছেন। তিনি বলেন,আমাকে বঞ্চিত করার জন্য উপজেলা প্রশাসন গোপনে বিভিন্ন প্রকল্পের মিটিং বাস্তবায়ন করেন। যা উপজেলা পরিষদ সভায় প্রকল্পের নামের তালিকা রেজুলেশনে অনুমোদন পর্যন্ত করেন না। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আমাকে প্রকল্পের তালিকাও দেখতে দেন না। তারা বলেন,আমার নাকি জানার অধিকার নাই। আমি তথ্য অধিকার ফরমে আবেদন করেও উপজেলা প্রশাসন আমাকে তথ্য প্রদান করেন না। প্রশাসনের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য জেলা প্রশাসকের নিকট লিখিতভাবে অভিযোগ করেও আমি এর কোন প্রতিকার পাইনি। এবিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি বলেন এগুলো সব মিথ্যা বানোয়াট আমি একজন সরকারি চাকরিজীবী জনগণের সেবা দানে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে,তাই তিনি অভিযোগের বিষয়ে অস্বীকার করে বলেন ভাইস চেয়ারম্যানের উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হৈ প্রতিপন্ন করা হচ্ছে। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন মুঠোফোন বলেন,এনিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন এসব নিয়ে মন্ত্রীপরিষদ সচিব,জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর গত ১২ এপ্রিল লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে অনুলিপি দেয়া হয়েছে। এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারিখ- ৩০.০৪.২৩ মোবাইল- ০১৭৫৬৯১১৯৪৬

Read More »

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবা ফেন্সিডিল কারেন্ট জাল ও মোটরসাইকেল উদ্ধার

এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ ও তেলকুপি সীমান্তে বিজিবির একটি দল হাবিলদার রফিকুল ইসলাম এবং নায়েক আঃ বারিক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬ হাজার পিস ইয়াবা, ৬৭ বোতল ফেন্সিডিল,সাড়ে ৮২ কেজি কারেন্ট জাল ও ২টি মোটর সাইকেল আটক করা হয়েছে বলে জানান বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন-৫৯ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন,মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলে ৫৯ বিজিবি সর্বদাই কাজ করে আসছেন বলে জানান তিনি।

Read More »

আদালতের আদেশ অমান্য করে ঢালাই দিয়ে বাড়ি নির্মাণ

এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। আদালতের আদেশ অমান্য করে বাড়ি নির্মাণ,স্হানীয় জনপ্রতিনিধিরা নিরব। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শাজাহানপুর ১০ ইউনিয়নের নরেন্দ্রপুর ৪ নাম্বার ওয়ার্ডের কাদির মন্ডলের টোলা এলাকায়। জানাগেছে- ঐ এলাকার বাসিন্দা মৃত সিদ্দিক হোসেনের ছেলে আলহাজ্ব আব্দুর রহমান জমির উপর,আবদুল কাদির মন্ডলের ছেলে বজলু রহমান আদালতের,আদেশ অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণ ও ছাঁদ ঢালাই করছে।এদিকে জমির মালিক,ভুক্তভোগীরা বলছেন ইসলামপুর ফাঁড়ির তদন্তকারী এস আই ইলিয়াসের সহযোগিতায় ছাদ দেওয়া সম্ভব হয়েছে। নির্মাণাধীন বাড়ির মালিক বজলুর রহমানের কোনো প্রকার কাগজ পত্র না থাকা শর্তেও কিভাবে অন্যের জমিতে বাড়ি নির্মাণ করছে তা এলাকাবাসীর বোধগম্য নয় বলে তারা জানিয়েছে। এদিকে সদর থানার অফিসার্স ইনচার্জ নির্দেশ দিয়েছিলেন এস আই ইলিয়াসকে পরবর্তী কোর্টের আদেশ ও মীমাংসা না আসা পর্যন্ত ছাঁদ দেওয়া না হয়।ঐ ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম,৪ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক সহ এলাকার বাসিন্দারা জানান -দীর্ঘ ১২ বছর যাবত ধরে ঐ জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে। গত ৬ মাস আগে কোটে মামলা করে বাদি হয়ে আবদুল রহমান এদিকে তিন তিন বার কোট বিবাদীকে তলফ করলেও কোটে হাজির হননি বিবাদী পক্ষ বজলুর রহমান।কোন অদৃশ্য ক্ষমতার বলে কোনো প্রকার কাগজ পত্র ছাড়া জমি দখল করে বাড়ি নির্মাণ করছে তা আমাদের জানা নেই। এলাকাবাসী অবিলম্বে জমি জবরদখল কারী বজলুর রহমানের নির্মাণাধীন বাড়ির কাজ বন্ধ সহ প্রকৃত জমির মালিককে জমি ফিরিয়ে দিতে জেলা প্রশাসন সহ আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করছে। এদিকে ইসলামপুর ফাঁড়ির তদন্তকারি এস আই ইলিয়াসকে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন কোটে মামলা চলমান পরবর্তী কোটের আদেশ না আসা পর্যন্ত আমরা কাজ বন্ধ রেখেছি কিন্তু বিবাদী বজলুর রহমান রাতের আধারে চুরি করে লোকজন দিয়ে কাজ করে আমার তাকে ধরতে গেলে পালিয়ে যান তবে এবিষয়ে আমরা তাকে ধরে আইনের আওতায় আনতে চেষ্টা করছি।

Read More »

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে রক্তাক্ত করেছে বীর মুক্তিযোদ্ধাকে

এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ,প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা কে পিটিয়েছে প্রতিপক্ষরা,গুরুতর রক্তাক্ত অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ২৫০ সয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফসার আলি মাস্টার (৭০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের (১ নং ওয়ার্ড) ঘোড়াপাখিয়া গ্রামের বসবাস করেন। ঘটনার বিষয়ে আহতের ছেলে মো.ওলিউল্লাহ ও বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী জানান,বিগত দুই বছর আগে প্রতিবেশী মো.ইয়াহিয়া (এহু মড়ল) ৬৮ এর সাথে বাড়ির পাসে জমি নিয়ে বিরোধ হলে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিষয়টি মিমাংসা হয় এবং সেখানে জমির সিমানা নির্ধারণ করে পিলার বসানো হয়। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০.৩০ মিনিটে হটাৎ ইয়াহিয়া ও তার ছেলেরা সেই মিমাংসিত জমির পিলার তুলে ফেললে বীর মুক্তিযোদ্ধা তাদের বাধা দেয়,এ সময় ইয়াহিয়া হাতে থাকা লোহার শাবল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে বীর মুক্তিযোদ্ধাকে আফসার আলী মাষ্টারকে। স্থানীয় ও পরিবারের সদস্যরা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে প্রার্থমিক চিকিৎসা শেষে ঐ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন মুক্তিযোদ্ধা আফসার আলী মাস্টার। এ বিষয়ে সদর থানায় মুক্তিযোদ্ধার পরিবার অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান আহতের ছেলে ওলিউল্লাহ । এদিকে মুক্তিযোদ্ধার আহত হওয়ার সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাক হোসেন,বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলীসহ অন্যান্য সহযোদ্ধারা এবং এ ঘটনার নিন্দা ও দোষীদের গ্রেফতার করে বিচার দাবি করেন। এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন বীর মুক্তিযোদ্ধাকে আহত করার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read More »

যুবলীগ নেতা জেম হত্যার প্রধান আসামীদের গ্রেপ্তারের দাবিতে মহিলালীগ ও যুবমহিলা লীগের মানববন্ধন

এসএম রুবেল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে কুপিয়ে হত্যার প্রধান আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব মহিলা লীগ ও জেলা আওয়ামী মহিলা লীগের কর্মীদের আয়োজনে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রোজা অবস্থায় দিনের বেলায় কুপিয়ে হত্যা করা হয় শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে। এরপর থানায় মামলা হলে পুলিশ কয়েকজন আসামীকে গ্রেপ্তার করেছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা শহরের বখাটে ছিনতাইকারী। কিন্তু পুলিশ হত্যা মামলার প্রধান আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমান ও ০২ নম্বর আসামী জেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি শামিউল হক লিটনকে গ্রেপ্তার করেনি পুলিশ। অথচ তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যুব মহিলী লীগের নেত্রীরা আরও বলেন, সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে হত্যার পর জেলা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। শহরে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারছে না। হত্যার পরিকল্পনাকারী ও প্রধান আসামীদেরকে আটক না করায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আমাদের দাবি, দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং জেম হত্যার বিচার করতে হবে। এই হত্যাকান্ডের প্রধান আসামীদের গ্রেপ্তার করা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেত্রীরা। এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, এখন পর্যন্ত এই মামলায় ১৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামীদেরকেও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে বিভিন্ন মেয়াদে আদালত রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ডে আসামীদেরকে জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উদঘাটন হবে ও বাকি আসামীদের বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি। মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিনা বেগম, জেলা মহিলা লীগের দপ্তর সম্পাদক সুলেখা বেগম, জেলা যুব মহিলা লীগের প্রচার সম্পাদক বিউটি আক্তার, সদস্য এমালি খাতুন, জুলেখা বেগম, রোজি খাতুন, শাহনাজ খাতুন, সদর থানা যুব মহিলা লীগের সম্পাদিকা রোকেয়া বেগম রাখি, পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আক্তারসহ বিভিন্ন স্তরের কর্মীরা। হত্যাকাণ্ডের তিন দিন পর গত রবিবার (২২ এপ্রিল) রাত ২টার দিকে খাইরুল আলম জেমের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৪৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। উল্লেখ্য, বুধবার (১৯ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের উদয়নমোড় এলাকায় ইফতারির বাজার করার সময় দুর্বৃত্তরা খায়রুল আলম জেমকে দেশী-বিদেশী ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়াকালে তার ‍মৃত্যু হয়। পরদিন হত্যার সঠিক বিচার দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন স্বজনরা।

Read More »

সরকারি গাছ কেটে বিক্রি প্রকাশিত সংবাদের প্রতিবাদ।।

চাঁপাইনবাবগঞ্জ,প্রতিনিধিঃ গতকাল বুধবার বিভিন্ন পত্রিকায় ও অনলাইনে,সরকারি গাছ কেটে বিক্রি সংবাদ টি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে তা সম্পুর্ন ভাবে মিথ্যা ও বানোয়াট এই ঘটনার সাথে আমি কোনো ভাবে জড়িত নই।আমি বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হওয়ার পর থেকে পরিষদের পরিবর্তন হয়েছে। ফলে প্রতিপক্ষরা আমাকে সাধারণ মানুষের কাছে হ্যায় প্রতিপন্ন করার জন্য এধরনের ঘটনার সাথে জড়িত করে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে।আমি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে এই ধরনের ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Read More »

চাঁপাইনবাবগঞ্জে শেষ মুহূর্তে জমে উঠেছিলো ঈদের বাজার

এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের ঈদ বাজার শেষ মুহূর্তে জমে উঠছে। সব বয়সী নারী-পুরুষ ও শিশুদের ভীড় এখন পোশাকের দোকানগুলোতে।শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত চলছে দোকানগুলোতে বেচা-বিক্রি। সাধ্যের মধ্যে কেনাকাটা করছেন সর্বস্তরের সাধারণ মানুষ। এবারের কেনাকাটায় প্রাধান্য পাচ্ছে সূতির জামা কাপড়। তবে ক্রেতা বিক্রেতা বলছেন এ বছর সব পোশাকে দাম বেশি হওয়া হিমশিম খাচ্ছেন সকলেই। ঈদকে ঘিরে মুখোরিত চাঁপাইনবাবগঞ্জের ঈদ বাজার। সব বয়সী নারী-পুরুষ ও শিশুদের ভিড় এখন পোশাকের দোকানে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিপণি-বিতানগুলোতে বেচা-কেনা। প্রিয়জনদের কেনাকাটায় ব্যস্ত সময় পারছেন ক্রেতারা। দোকানে দোকানে ঘুরে পছন্দের পোশাক বেশি দামে কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা। ক্রেতারা বলছেন,গত বছরের তুলনায় এ বছর প্রতিটি পোশাকে ৩শ থেকে ৫শ টাকা বেশি দামে ক্রয় করতে হচ্ছে। মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য পোশাক ক্রয় করা কষ্ট সাধ্য। তারপরে ঈদের পোশাক কিনতে মার্কেটগুলোতে সব বসয়ী মানুষের ভিড় চোখে পড়ছে। ব্যাবসায়ীরা বলেন,রমজানের প্রথম দিকে এবার তেমন বেচাবিক্রি ভালো না হলেও,মধ্য রমজান থেকে ভরপুর শুরু হয়েছে বেচা-কেনা। সব বয়সের নানা কালেকশনের কথা জানিয়েছেন দোকানিরা। তবে বিক্রেতারা বেশি দামের কথা স্বীকার করে বলেন,দাম বেশি হওয়ার কারণে ক্রেতাদের পোশাক ক্রয় করতে হিমশিম খেতে হচ্ছে তার পরেও কিনে নিয়ে যাচ্ছেন এদিকে,মার্কেট কমিটির নেতা শহীদ সাটু হল মার্কেটর সভাপতি আজিজুর রহমান প্রতিবেদককে বলেন, রমজানের প্রথম দিকে বেচাবিক্রি খারাপ থাকলেও এখন বেচাবিক্রি ভাল। ক্রেতারা স্বাচ্ছন্দে কেনাকাটা করছে,মূল্য মোটামুটি স্বাভাবিক আছে এছাড়াও মার্কেটের আইন-শৃঙ্খলাও ভাল আছে চারে দিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে জোড়ালো ভূমিকা। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার,আবুল কালাম সাহিদ বলেন, নির্বিঘ্নে কেনাকাটা সারতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরের বড় বড় মার্কেটগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জনগণের নিরাপত্তারয় আমরা কঠোর অবস্থানে।  

Read More »