শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

Sagor

Sagor এর কিছু লেখা পড়ুন

নওগাঁয় জেলা প্রশাসক প্রত্যাহার দাবিতে সাংবাদিকদের আন্দোলনের ডাক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানকে প্রত্যাহারের এক দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন সাংবাদিকরা। বুধবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করবেন তারা। ‘সম্মিলিত সাংবাদিকদ সংগ্রাম কমিটি, নওগা’ এই আন্দোলনের ডাক দিয়েছে।   ৫ জুন রাতে নওগাঁ জেলা প্রেস ক্লাব, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন। এসময় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন, কার্য নির্বাহী সদস্য নবির উদ্দিন, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি রায়হান আলম, কার্য নির্বাহী সদস্য ফরিদুল করিম তরফদার, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   সভায় উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের প্রত্যাহার দাবিতে আন্দোলন বেগবান করার সিদ্ধান্ত হয়। এজন্য জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনকে আহবায়ক, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রায়হান আলম ও নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদকে যুগ্ম আহবায় এবং  নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটনকে কমিটির মুখপাত্র করে ‘সম্মিলিত সাংবাদিক সংগ্রাম কমিটি, নওগাঁ’ গঠন করা হয়। যৌথ সভা শেষে সংগ্রাম কমিটি আন্দোলন ঘোষনা করে।   সাংবাদিক নেতারা জানান, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের প্রত্যাহার দাবিতে বুধবার (৭ জুন) সকাল সাড়ে নয়টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। উক্ত কর্মসূচিতে সকল সাংবাদিক, সামাজিক সাংষ্কৃতিক সংগঠনের নেতাকর্মি, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকলকে অংশগ্রহণ ও আন্দোলন বেগবান করার আহবান জানানো হয়েছে।   তারা আরো জানান, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান ‘নওগাঁ জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নকে অবজ্ঞা করে সাংবাদিকদের সাথে অ-সম্মান জনক আচরণ করে চলেছে। তাঁর খামখেয়ালি আচরণে  সরকারি স্বার্থ ও উন্নয়ন কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। নওগাঁবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলা প্রশাসক সাংবাদিকদের ক্ষতিসাধনের ষড়যন্ত্রে লিপ্ত থাকায় জেলার সকল সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জেলার একাধিক পেশাজীবী ও বিভিন্ন  সংগঠনের সাথেও তিনি এমন আচরণ করছেন। তার কর্মকান্ডে জেলাবাসী ক্ষুদ্ধ। সমন্বয়হীনতায় তিনি জেলা প্রশাসন চালাতে ব্যার্থ হয়েছেন। তাই তার (খালিদ মেহেদী হাসান) প্রত্যাহারে কঠোর আন্দোলনের ডাক দেয়া হয়েছে।   দ্রুত পদক্ষেপ নিয়ে খালিদ মেহেদী হাসানকে প্রত্যাহার করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন কর্মসূচি পালনের কথা জানান তারা।

Read More »

নওগাঁয় ঔষধের দোকানে হামলা, আহত দুই

শাহাদৎ রাজীন সাগরঃ নওগাঁর মান্দা উপজেলার সীমান্তবর্তী পাঠাকাটা বাজারে একটি ওষুধের দোকানে হামলা ভাঙচুর ও মারধরের ঘটনায় দুইজন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা দোকানে থাকা ৪ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেসার্স সামাদ মেডিকেল ষ্টোর নামের একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মান্দা উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের সামাদ ম-লের ছেলে সাদেক ম-ল (৪৫) ও সায়েম ম-ল (৩৮)। তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বোরো ধানের জমিতে পানি সেচ নিয়ে বুধবার দুপুরে ড্রেনম্যান বাক্কার শেখের সঙ্গে আহত সাদেক ম-লের বাগ্বিত-া হয়। জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাক্কার শেখের নেতৃত্বে ৭-৮জন সংঘবদ্ধ হয়ে লোহার রড ও লাঠিসোটা নিয়ে সামাদ ম-লের ওষুধের দোকানে হামলা করে। এ সময় বাধা দেওয়ায় সামাদ ম-লের ছেলে সাদেক ও সায়েমকে পিটিয়ে জখম করে হামলাকারীরা। দোকান মালিক সামাদ ম-ল বলেন, জমিতে সেচ নিয়ে ছেলে সাদেক ম-লের সঙ্গে ড্রেনম্যান বাক্কার শেখের কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা ছিল। এর আগেই বাক্কার শেখ লোকজন নিয়ে দোকানে হামলা চালিয়ে মারধর ও ভাঙচুর করে। সামাদ ম-ল অভিযোগ করে বলেন, সপ্তাহের শেষ দিন হওয়ায় বিভিন্ন ওষুধ কোম্পানিকে প্রেমেন্ট করতে হয়। এজন্য দোকানে টাকাগুলো রাখা ছিল।  এ ছাড়া বৃহস্পতিবার হাটবার হওয়ায় দোকানে প্রচুর বেচাকেনাও হয়েছে। হামলাকারীরা ৪ লাখ টাকার ওপরে লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত বাক্কার শেখের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে

Read More »