মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

MD. MAIDUL HAQUE MEKU

MD. MAIDUL HAQUE MEKU এর কিছু লেখা পড়ুন

গলাচিপায় অনুষ্ঠিত হলো ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

মাইদুল হক মিকু: জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আজ (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ডা. মো. জাকির হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশের পৌর সভাপতি মো. নাজমুল হক রিপন, গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির মুন্সি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আবুল কালাম সাঈদ। উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিনব্যাপী (১৪ ও ১৫ জানুয়ারি) এই বিজ্ঞান মেলা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা একযোগে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ১০টি স্টলে বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে। প্রকল্পগুলোর মধ্যে ছিল পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিক্স, নবায়নযোগ্য শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক উদ্ভাবন। প্রধান অতিথি মিজানুর রহমান তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, “বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের মেলা তাদের সৃজনশীলতাকে উদ্দীপ্ত করবে। গলাচিপা মহিলা কলেজের শিক্ষার্থী ফারিয়া জাহান তৌফিকা বিজ্ঞান মেলার অভিজ্ঞতা নিয়ে বলেন, “বিজ্ঞান মেলা আমাদের একটি আবেগের জায়গা। প্রতিবছর এই মেলার আয়োজন আমাদের জন্য অনেক আনন্দের। নতুন নতুন জিনিস আবিষ্কার করা, সহপাঠীদের সঙ্গে গ্রুপ ওয়ার্ক করা—এটা সত্যিই ভিন্ন এক অনুভূতি। এখানে এসে আমরা অনেক উদ্ভাবনী জিনিস দেখতে পাই এবং নতুন অনেক কিছু জানতে পারি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মেলার দ্বিতীয় দিনে কর্মশালা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Read More »

অবশেষে মুক্ত ১৭ বছর ধরে অবরুদ্ধ থাকা লিপি বেগমের পরিবার

মাইদুল হক মিকু: লিপি বেগমের পরিবারকে দীর্ঘ ১৭ অবরুদ্ধ থেকে অভিযান চালিয়ে মুক্ত করলেন সহকারী কমিশনার ভূমি মো. নাছিম রেজা ও পৌরসভার যৌথ উদ্যোগে। বৃহস্পতিবার দুপুর ১ টায় পৌরসভার এক নম্বর ওয়ার্ডে খাদ্য গুদামের পূর্ব পার্শ্বে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ দিন লিপি বেগমের পরিবারের আসা-যাওয়ার পথসহ পানি ও বিদ্যুৎ সংযোগ নেওয়া থেকে ইটের দেয়াল তৈরি করে আটকে রাখে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মো. আলাউদ্দিন তালুকদার। এ নিয়ে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকায় একটি প্রতিবেদন ও প্রকাশ করা হয়। এ বিষয়ে গলাচিপা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাছিম রেজা জানান, পৌরসভার আইনে পিছনে কারও গৃহ থাকলে তাকে আসা-যাওয়ার পথ দিতে হবে। সে অনুযায়ী অভিযান চালিয়ে চলাচলের রাস্তা অবমুক্ত করা হয়।

Read More »

গলাচিপায় ৫৪ তম মহান বিজয় দিবস পালিত

মাইদুল হক মিকু: পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার ৫৪’ম মহান বিজয় দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর উপলক্ষে সোমবার ভোর ছয়টার দিকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অফিসার্স ইনচার্জ এর নেতৃত্বে বিজয় দিবসে শুভসূচনা করে গলাচিপা থানা পুলিশের একটি চৌকস টিম। ১৬’ই ডিসেম্বর সোমবার বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীফ স্কুলের প্রাঙ্গণে সকাল নয় টায় বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ বাহিনীর সশস্র সালাম প্রদর্শনী ও পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও অফিসার্স ইনচার্জ মোঃ আসাদুর রহমান এর অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের অনৃুষ্ঠানের শুভসূচনা করেন। পরে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বৃন্দদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল সত্তা হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী’ এর গলাচিপা উপজেলা আমীর ডা: মোহাম্মদ জাকির হোসেন, গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গলাচিপা উপজেলা সমন্নয়ক  মোঃ সাহেদ। পরে প্রধান অতিথি মিজানুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য উপহার তুলে দেন। এদিকে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহকারী বিভিন্ন শ্রেনীর বিজয়ী শিক্ষার্থী মাঝে পুরস্কার তুলেদেন প্রধান তুরস্ক ফ্রেন্ডশীফ স্কুলের অধ্যক্ষ মিসেস নাহিদা আক্তার, সহকারী কমিশনার এর সহধর্মিণী মিসেস আফরাজা খুতুন হিরা। এর পূর্বে সূর্দয়ের পরেই উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমাম শিকদার, প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা কার্মকর্তা মোঃ গোলাম সগির সহ সর্বস্তরে অফিসার বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন শিক্ষার্থী, সুশীল সমাজে সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহনে গলাচিপা কেন্দ্রীয় স্মৃতি সৌধ, চিকনিকান্দী ইউনিয়ন ও পানপট্টি ইউনিয়নের বদ্ধ ভূমিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ১৯৭১ সালে বীর শ্রেষ্ঠ সূর্য সন্তান মুক্তিযোদ্ধা শহিদদের স্বরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজয় দিবসের সার্বিক সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা ও সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী।

Read More »

গলাচিপায় ইঞ্জিনে পোশাক জড়িয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

মাইদুল হক মিকু: পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়ার বাজার সংলগ্ন নদীতে মাছ ধরার বোট হতে মোঃ মিরাজ (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীর মাথা বিচ্ছিন্ন দেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। জানা যায়, মিরাজ সাগর থেকে মাছ ক্রয় করে বিভিন্ন ইউনিয়নের বাজারে সেই মাছ বিক্রি করত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মাছ বিক্রি শেষে উলানিয়ার সুতাবাড়িয়া নদীতে মাছ ধরার বোটের ইঞ্জিন চালু করার সময় মিরাজের গলায় থাকা মাফলার ইঞ্জিনের সাথে পেচিয়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। সাথে থাকা হাসান সিকদার (৩৪) জানান এ দূর্ঘটনা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। নিহত মিরাজ রতনদী তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের জাকির হোসেনের পুত্র। এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান জানান, এটা একটি অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা। তাই লাশ ময়না তদন্তের জন্য বুধবার সকালে পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। যার মামলা নম্বর ৪৪

Read More »

গলাচিপায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল কর্মীর মৃত্যু

মাইদুল হক মিকু: পটুয়াখালীর গলাচিপায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে তরিকুল ইসলাম তুহিন (৩২) নামের এক ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছে। তিনি সুহরী বাজারে ইলেকট্রনিক ব্যবসা করতেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে আনুমানিক ৮:৩০ মিনিটে গোলখালীর সুহরী ব্রিজ সংলগ্ন তালতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। তরিকুল ইসলাম তুহিন গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আব্দুর রহিম খানের ছোট ছেলে। তিনি ৬ মাস আগে বিবাহ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮:৩০ মিনিটের দিকে তুহিন মোটরসাইকেল যোগে সুহরী ব্রিজ বাজারে যাচ্ছিল পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা রড ভর্তি একটি ট্রাক সাধারণ পরিবহন (খুলনা মেট্রো-ট ১১-২১৪৮) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক তুহিন  ঘটনাস্থলেই মারা যান। নিহত তুহিন গলাচিপা উপজেলা ছাত্রদলের ১নং সদস্য এবং গোলখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম খানের পুত্র। তিনি সুহরী ব্রিজ বাজারে ইলেকট্রনিক ব্যবসা করতেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, “ট্রাকচালককে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় উত্তেজিত জনগণকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।” এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Read More »

গলাচিপায় অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা

মাইদুল হক মিকু: পটুয়াখালীর গলাচিপায়  অর্থনৈতিক শুমারি উপলক্ষে উপজেলা ও পৌরসভা শুমারি স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল  ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।   উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের  সভাপতিত্বে সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়িত অর্থনৈকিতক শুমারি ২০২৪ এর মাঠ পর্যায়ে মূল তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে উপজেলা শুমারি সংক্রান্ত সার্বিক দিক নিয়ে অবহিত করেন উপজেলা পরিসংখ্যান অফিসার মো: মাসুদ।   তিনি জানান, গলাচিপায় আগামী ১০ডিসেম্বর থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। তথ্য সংগ্রহ চলবে ২৬ডিসেম্বর পর্যন্ত। এতে জোনাল আফিসার  ৫ জন আইটিসুপারভাইজার ৫জন সুপারভাইজার ৩৭ জন তথ্য সংগ্রকারী ১৮৭ জন এবং একজন উপজেলা শুমারী সমন্বয়কারী দায়িত্ব পালন করবেন। দেশের চতুর্থ এই অর্থনৈতিক শুমারী সম্পূর্ণ ডিজিটাল উপায়ে পরিচালিত হবে। এতে সারাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা(পরিবার) এর তথ্য সংগ্রহ করা হবে।   এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার, সমাজসেবা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন অফিসার, প্রেসক্লাব সভাপতি মু খালিদ হোসেন মিলটন, চরকাজল , গোলখালী ও বকুলবাড়িয়ার ইউপি চেয়ারম্যান, গলাচিপা সরকারি কলেজের প্রতিনিধি,মহিলা কলেজর প্রতিনিধি  সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।   সভায় জানানো হয়, এবারের শুমারিতে আসছে বেশ কিছু নতুনত্ব। প্রথমবারের মতো গণনায় যুক্ত হবে প্রতিষ্ঠান ও বাসা-বাড়ি থেকে পরিচালিত অনলাইন ব্যবসা। এর সুবাদে ডিজিটাল অর্থনীতির সঠিক আকার জানা সম্ভব হবে। সভায় আরো জানানো হয়, ১০ বছর পর আবারও অর্থনৈতিক শুমারি পরিচালনা করা হবে। এজন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

Read More »

গলাচিপায় সিঁধ কেটে ঘর চুরি; পুলিশি তৎপরতায় চোর আটক

মাইদুল হক মিকু: পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডে সিঁধ কেটে ঘর চুরির ঘটনা ঘটেছে। এতে মোবাইল ফোন, নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় ১ জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। জানা গেছে, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে পৌরসভার কলেজপাড়া এলাকার হানিফ খাঁ ও তাঁর স্ত্রী লাভলী বেগমসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এ সময় চোররা ঘরে মাটির পোতায় সিঁধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে চোর চক্রটি নগদ ১০,৫০০ টাকা, স্বর্ণালংকার, রূপার চেইনসহ দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ঘুম থেকে উঠে ঘরের মধ্যে সব এলোমেলো দেখে চুরির বিষয়টি টের পান তারা। পরে গলাচিপা থানা পুলিশের তৎপরতায় এবং প্রযুক্তির সহয়তায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তি গলাচিপা উপজেলাধীন ডাকুয়া ইউনিয়নের ফুলখালি গ্রামের সামসুল হক সরদারের ছেলে সোহেল (২৮)। এ ঘটনায় বাড়ির মালিক হানিফ খাঁ’র স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি চুরির মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার ০৭ এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, ” গলাচিপা থানায় একটি মামলা রুজু হয়েছে। আমরা একজন আটক করতে সক্ষম হয়েছি। আসামিকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত আসামি পেশাদার চোরচক্রের সদস্য, বাকিদের সনাক্ত করতে আমরা কাজ করছি।”

Read More »

গলাচিপার চরকাজলে গ্যাস ফিল্ড টুর্নামেন্ট ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণ

মাইদুল হক মিকু: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্যাস ফিল্ড ফুটবল টুর্ণামেন্ট সিজন ৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ মাকসুদ প্যাদা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চর কাজল ২নং ওয়ার্ড একাদশ বনাম ৩ নং ওয়ার্ড একাদশের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন চরকাজল ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্লা, মোঃ ইদ্রিসুর রহমান,ফাড়ি ইনচার্জ মোঃ মোক্তার হোসেন, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ- সভাপতি মহিবুল্লাহ এনিম, চরকাজল ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান,বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ আবু নাঈম,  যুবঅধিকার পরিষদের চরবিশ্বাস ইউনিয়নের সভাপতি মোঃ ইলিয়াস মৃধা, চরশিবা পলিটিকাল ইনস্টিটিউড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল মোঃ এমদাদুল হক প্রমূখ। চরকাজলের ঐতিহাসিক গ্যাস ফিল্ড ৬’ষ্ঠ তম ফুটবল টুর্নামেন্ট খেলায় দুই ইউনিয়নের হাজার হাজার ক্রিড়া প্রেমী শিশু, যুব সম্প্রদায়,বৃদ্ধা, নারী খেলা উপভোগ করেন। পরে প্রধান অতিথি গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নূরুল হক নুর এর পক্ষ থেকে বিজয়ী ২নং ওয়ার্ড একাদশ ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।

Read More »

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল জনসভা

মাইদুল হক মিকু: ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সমাবেশ স্থল গলাচিপা সরকারী হাইস্কুল খেলার মাঠে লোকজন জড়ো হতে থাকে। দুপুরের পর সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।   গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপি’র সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি খন্দকার মিজানুর রহমান, আব্দুর সালাম মৃধা, বাবু পঙ্কজ দেবনাথ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুব ফরাজি, সৈয়দ আলম, বিএনপি নেতা মশিউর রহমান, আসাদুজ্জামান সবুজ, মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম মোল্লা প্রমুখ। এছাড়া বক্তব্য দেন দশমিনা উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক শাহ আলম শানু।সভা পরিচালনা করেন গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সত্তার হাওলাদার। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের ২৫-৩০হাজার মানুষের সমাগম হয়। বিএনপি’র সমাবেশ স্থলে নেতাকর্মীদের পোষ্টার ফেস্টুনে ছেঁয়ে গেছে। এছাড়াও  প্রচন্ড তাপদাহে তৃষ্ণা নিবারনের জন্য  সারাদিনব্যাপী দুর দূরন্ত থেকে আসা জন সাধারনের জন্য  পৌর যুবদলের কয়েকজন বন্ধু মিলে আয়োজন করেন ঠান্ডা শরবত পানীয়র ।

Read More »

মা ও ছেলেকে অচেতন করে চুরি, আটক ২

মাইদুল হক মিকু: খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে চুরির ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিড়েছেন মা ও ছেলে। এ বিষয়ে চুরির মালামাল সহ দুই চোর কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গ্রামে। সূত্রে জানা যায়, ৩ নভেম্বর সন্ধা আনুমানিক সারে ছয়টার সময়ে দুর্বৃত্তরা ঘরের ভিতরে প্রবেশ করে খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিশে রেখে গা ঢাকা দিয়ে থাকে। প্রতিদিনের মতো রাত আনুমানিক দশ’টা থেকে এগারো টার ভিতরে রাতে খাবার খাওয়ার প্রস্তুতি শেষ করে দ্রুত  শুয়ে পরেন, মাহিনুর বেগম (মা) ও দশ বছরের শিশু আজিজুল। পরের দিন ৪ নভেম্বর সোমবার সকাল দশটা পর্যন্ত মা ও ছেলের কোন সাড়াশব্দ না পেয়ে, বাড়ির লোকজন জানালা দিয়ে দেখতে পায়, মা ও ছেলে অচেতন অবস্থায় পরে আছে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগীতায় গলাচিপা সরকারি হাসপাতালে ভর্তি করালে ডাক্তারদের চিকিৎসায় সুস্থ্য হয়ে জানান, দুর্বৃত্তরা তার পরনে থাকা গলা, কানের স্বর্ণালংকার, নগত টাকা ঘরের ভিতরে সোলার ব্যাটারি সহ চুরি করে নিয়ে গেছে। এবিষয়ে থানায় অভিযোগ প্রদান করেন। ৪ নভেম্বর আনুমানিক সন্ধা সারে সাত’টার সময়ে আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়ের ৬ নং ওয়ার্ডের দেলোয়ার মির্ধার ছেলে মাহাতাব মির্ধা (৪০) চুরি কৃত সোলার ব্যাটারি আমখলা বাজারে বিক্রি করার সময়ে, বিট পুলিশের হাতে আটক হয় এবং জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জরিত ব্যাক্তিদের নাম পরিচয় স্বীকার করে। চোর আটকের খবর শুনে অভিযোগ কারী মাহিনুর বেগমের মেয়ে সিমা, বাজারে উপস্থিত হয়ে তাদের ব্যবহারকৃত জিনিশপত্র শনাক্ত করলে, পুলিশের অভিযানে সু কৌশলে ৫ নভেম্বর গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া ৯ নম্বর ওয়ার্ড থেকে হাবিব মির্ধার ছেলে রাসেদুল (৩৪) কে আটক করে পুলিশ। এবিষয়ে গলাচিপা থানার ওসি মোঃ আশাদুর রহমান গণমাধ্যমকে বলেন, সারা দেশে’ই কিছুনা কিছু বিছিন্ন ঘটনা হচ্ছে, যদি বাংলাদেশ পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার শতভাগ চেষ্টা করছেন, তার’ই ধারাবাহিতায় আমখোলা ঘটনার বিষয়টি গুরুত্বসহকারে দেখে ৩৬ ঘন্টার ভিতরে’ই চুরিকৃত মালামাল এবং চেতনা নাশক ঔষধ সহ দু জন চোর’কে আটক করে প্রচলিত আইনে মামলায় জেল হাজতে পাঠাতে সক্ষম হয়েছি। এছাড়াও বিভিন্ন বিষয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Read More »