লাকসামে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: “জ্ঞান – বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বজয়” এই স্লোগানকে সামনে রেখে লাকসাম উপজেলা প্রশাসন আয়োজিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী (৪৬ তম বিজ্ঞান মেলা) ৯ ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার শহরের আল – আমিন ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত হয়েছে। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদ বিজ্ঞান মেলা উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তত্ত্বাবধানে এই মেলায় লাকসাম উপজেলার হাইস্কুল, কলেজ, মাদ্রাসাসহ ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৬ তম বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন – লাকসাম থানা অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা, সহকারি কমিশনার ( ভূমি) সিফাতুন নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন, উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, স্কাউট লাকসাম উপজেলা সম্পাদক আবদুল হাই, আল-আমিন ইন্সটিটিউট প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদার, নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোরবান আলী, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রসরাজ, নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, উত্তরদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস মিয়া, আতাকরা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দীন, স্কাউট সাবেক জেলা সম্পাদক ও আল – আমিন ইন্সটিটিউট এর সহকারি প্রধান শিক্ষক আসলাম মিয়া সহ লাকসাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মেলায় বিভিন্ন স্টলকে বিজয়ী ঘোষণা করে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ পুরস্কার তুলে দেন।