নাদিমের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বকশীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
মোঃ ফরহাদ জামালপুর থেকে :জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের ্দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এনএম হাইস্কুল মোড়ে বকশীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে বাসস্ট্যান্ড মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যানের মধ্যে দোষীদের শাস্তির দাবি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন, সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, সরওয়ার জামান রতন, আশরাফুল হায়দার, জিএম সাফিনুর ইসলাম মেজর,ফাতিউল হাফিজ বাবু,মতিন রহমান,মোন্তাহেনা আশা,ছালাম মাহমুদ,নুর আলম নয়ন,রাশেদুজ্জামান রনি, মনিরুজ্জামান লিমন ও মোহাম্মদ আসাদ প্রমূখ। জানা যায়, উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আবদুল করিমের ছেলে বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে বুধবার রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পাটহাটি মোড়ে পৌঁছা মাত্র আগে থেকেই ওতপেতে থাকা কতিপয় দূর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে কিল ঘুষি মারতে মারতে টেনে হেচরে টিএনটি রোডের দিকে নিয়ে বেধড়ক মারপিট করে অজ্ঞান অবস্থায় ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে যায় এবং সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। সিসিটিভি ফুটেজ দেখা যায়, মাহমুদুল আলম বাবুর ব্যাক্তিগত সহকারী রেজাউল করিমের নেতৃত্বে ৭/৮ জন লোক নাদিমের উপর হামলা চালায়। সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, নিউজ সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে তার ক্যাডাররা নাদিমের উপর হামলা চালায়। চেয়ারম্যানের নির্দেশেই এই হত্যাকান্ড। তারা চেয়ারম্যান ও তার সহযোগীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। নাদিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জামালপুর জেলাসহ সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, ন্যাক্কার জনক এই ঘটনায় অপরাধীদের গ্রেফতার অভিযান চলমান আছে। ইতোমধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।