শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

Amirul Hira

Amirul Hira এর কিছু লেখা পড়ুন

 নাদিমের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বকশীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মোঃ ফরহাদ জামালপুর থেকে :জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের ্দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এনএম হাইস্কুল মোড়ে বকশীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে বাসস্ট্যান্ড মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যানের মধ্যে দোষীদের শাস্তির দাবি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন, সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, সরওয়ার জামান রতন, আশরাফুল হায়দার, জিএম সাফিনুর ইসলাম মেজর,ফাতিউল হাফিজ বাবু,মতিন রহমান,মোন্তাহেনা আশা,ছালাম মাহমুদ,নুর আলম নয়ন,রাশেদুজ্জামান রনি, মনিরুজ্জামান লিমন ও মোহাম্মদ আসাদ প্রমূখ। জানা যায়, উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আবদুল করিমের ছেলে বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে বুধবার রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পাটহাটি মোড়ে পৌঁছা মাত্র আগে থেকেই ওতপেতে থাকা কতিপয় দূর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে কিল ঘুষি মারতে মারতে টেনে হেচরে টিএনটি রোডের দিকে নিয়ে বেধড়ক মারপিট করে অজ্ঞান অবস্থায় ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে যায় এবং সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। সিসিটিভি ফুটেজ দেখা যায়, মাহমুদুল আলম বাবুর ব্যাক্তিগত সহকারী রেজাউল করিমের নেতৃত্বে ৭/৮ জন লোক নাদিমের উপর হামলা চালায়। সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, নিউজ সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে তার ক্যাডাররা নাদিমের উপর হামলা চালায়। চেয়ারম্যানের নির্দেশেই এই হত্যাকান্ড। তারা চেয়ারম্যান ও তার সহযোগীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। নাদিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জামালপুর জেলাসহ সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, ন্যাক্কার জনক এই ঘটনায় অপরাধীদের গ্রেফতার অভিযান চলমান আছে। ইতোমধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Read More »

জামালপুরে সাংবাদিক খুন 

  মোঃ ফরহাদ জামালপুর থেকে  ।।    রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলার শিকার হয়ে জামালপুরের বকশীগঞ্জে বাংলা নিউজ টোয়েন্টিফোর ২৪ এর সাংবাদিক  গোলাম রব্বানী নাদিম মারা গেছেন । ১৪ জুন দিবাগত রাত অনুমান পৌনে ৯ টার সময় বকশীগঞ্জ টিএন্ডটি রোডে তিনি হামলার শিকার হন। তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার সময় তিনি নিজ দোকান থেকে বাড়ী ফিরছিলেন। মারত্বক আহত নাদিম ১৫ জুন ময়মনসিংহ হাসপালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম রব্বানী নাদিমের ভাই সাংবাদিক এমদাদুল হক লালন।   নাদিমের মৃত্যুর পর জামালপুর জেলাসহ সারা দেশে নিন্দার ঝড় উঠেছে।   এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, ন্যাক্কার জনক এই ঘটনায় অপরাধীদের গ্রেফতার অভিযান চলমান আছে। অপরাধীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হবে।  

Read More »

জামালপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহতের পরিবারে মাঝে অর্থ সহায়তা করলেন উপজেলা চেয়ারম্যান

  মোঃ ফরহাদ জামালপুর: জামালপুর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী সহায়তা করেছেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন (১০ জুন) নিহতদের বাড়ি বাড়ি গিয়ে অর্থ ও খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসময় তিনি নিহতদের প্রতি শোক প্রকাশ করে বলেন নিহতদের পরিবারের মাঝে কিছু আর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে গেলাম এবং আগামী তিনদিনের মধ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে (২৫হাজার) টাকা করে পৌছে দেয়া হবে। গত শুক্রবার (৯ জুন) দুপুরে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নান্দিনার রানাগাছা মুদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে এতে ৪ জন নিহত হন। নিহতরা হলেন উপজেলার ইটাইল ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. সোলায়মান (৫৫), সুদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), সোবহান আলীর ছেলে অটোরিকশা চালক জয়নাল (৪২) এবং সাহেদ আলী (৫৫)। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুরে একটি ট্রাক জামালপুর শহর থেকে ময়মনসিংহ যাচ্ছিল। এসময় ট্রাকটি জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রানাগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশায় থাকা চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. সোলায়মান এবং আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহতদের মধ্যে চালকসহ ৪ জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক জয়নালসহ দুইজনের মৃত্যু হয়। নিহত এবং আহতরা ইটাইল থেকে অটোরিকশায় পার্শ্ববর্তী শেরপুর জেলায় এক মাযারে যাচ্ছিলেন।

Read More »

বকশীগঞ্জে স্কুল বন্ধ কিনা জানতে গিয়ে ধর্ষণের শিকার ৩য় শ্রেণীর ছাত্রী,ধর্ষক আটক

বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা ॥ জামালপুরের বকশীগঞ্জে স্কুল বন্ধ কিনা জানতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে যদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর এক ছাত্রী (৮)। গত সোমবার দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারী গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতেই ধর্ষক মোতালেব মিয়াকে (৬২) আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। দিঘলাকোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গত সোমবার দুপুরে স্কুল বন্ধ কিনা জানতে যদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান একই বিদ্যালয়ের ৩য় শ্রেনীর এক শিক্ষার্থী। স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে টেংরামারী গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে মোতালেব (৬২) তাকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় সে। গত দুইদিন ভয়ে ওই স্কুল ছাত্রী কাউকে কিছু বলেনি। বুধবার দুপুরে অসুস্থ্য হয়ে পড়ে ওই ছাত্রী। পরে সে তার বাবা মাকে বিষয়টি জানায়। ছাত্রীর বাবা মা ইউপি চেয়ারম্যানের কাছে গিয়ে ঘটনার বিষয়ে জানালে চেয়ারম্যান প্রশাসনকে বিষয়টি অবহিত করে। ধর্ষক মোতালেবকে আটক করতে মাঠে নামে পুলিশ। রাতে অভিযান চালিয়ে দিঘলাকোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মো.রেজাউল করিম বলেন,এ বিষয়ে আমি অবগত না তাই কিছু বলতে পারছি না। এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সোহেল রানা জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Read More »

জামালপুর বকশীগঞ্জ পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার।

  মোঃ ফরহাদ জামালপুর (বকশীগঞ্জ) থেকে : জামালপুরের বকশীগঞ্জে এক অজ্ঞাত নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের সর্দার পাড়া এলাকায় ব্রীজের পাশে পুকুর থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।   জানা যায়,রোববার বিকালে মেরুরচর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের ব্রীজের পাশে তোফাজ্জল মাষ্টারের পুকুরে ভাসমান অবস্থায় নবজাতক শিশুর ( ছেলে) মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করে।   মেরুরচর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,রাতের আধারে কে বা কাহারা শিশুটিকে পুকুরে ফেলে গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। বিষয়টি অত্যান্ত দুঃখজনক। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সোহেল রানা জানান, ধারনা করা হচ্ছে রাতের আধাঁরে ওই হতভাগ্য নবজাতক শিশুটিকে কেউ পুকুরে ফেলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

Read More »

বকশীগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে সাবেক স্ত্রীর বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মোঃ ফরহাদ জামালপুর থেকে ॥ জামালপুরের বকশীগঞ্জে সাবেক স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সাবেক স্বামী মাহমুদুল আলম বাবু। তিনি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। শনিবার দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তি বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।   সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বলেন, প্রথম স্ত্রী থাকাবস্থায় ২০১৮ সালে উপজেলার ঘাসিরপাড়া গ্রামের জহুরুল হকের কন্যা সাবিনা ইয়াছমিনকে রেজিষ্টি কাবিন মুলে ২য় বিয়ে করেন তিনি। স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে ভরণপোষন ও বকশীগঞ্জ পৌর শহরে ৫ শতক জমি কিনে বাড়ি এবং ময়মনসিংহ শহরে ৩ শতক জমি কিনে দেন। কিন্তু বিয়ের পর থেকেই সে আমাকে ব্ল্যাক মেইল ও নানা ভাবে মানসিক নির্যাতন করা শুরু করে। কোন কারন ছাড়াই আমার বিরুদ্ধে একাধিক মামলা করে সে। আমার প্রথম স্ত্রীকে তালাক ও আমার সকল সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। সম্মানের ভয়ে সব কিছু মেনে নিয়ে ঘর সংসার করতে থাকি। গত ছয়মাস আগে তার গর্ভে আমার কন্যা সন্তান হয়। সন্তান হওয়ার পর থেকেই একটি কুচক্রি মহলের প্ররোচনায় সে আমাকে নানা ভাবে ভয়ভীতি,মামলার হুমকি দিতে থাকে এবং আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। তার আচরণে অতিষ্ট হয়ে গত ৮ মে সোমবার আমি তাকে আইনগত ভাবে তালাক দিয়েছি। এরপর সে আমার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি সাজানো মামলা ও আদালতে একটি মামলা করে। এমনকি বিভিন্ন জনকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মানহানিকর বিভ্রান্তিমুলক পোস্ট করে রাজনৈতিক ও সামাজিক ভাবে আমাকে হেয় করে আসছে। আপনাদের মাধ্যমে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে প্রশাসনের কাছে মিথ্যা অপপ্রচারকারীদের আইনে আওতায় আনার জোর দাবি জানাই। তিনি আরো বলেন,আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি। আইন মোতাবেক তালাক দিয়েছি। আদালতে মামলা করেছে আদালত যে সিদ্ধান্ত দিবে সেটাই মেনে নিব। তার সাথে আমার আর কোন সম্পর্ক নেই। তবে শিশু সন্তানটি আমার একমাত্র কন্যা সন্তান। আমার মেয়েকে আমি চাই। তার বিষয়েও আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। দ্রুত সময়ের মধ্যে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। উল্লেখ্য,গত বুধবার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সাবেক স্ত্রী সাবিনা ইয়াছমিন। তার দাবি স্বামীর অধিকার চাওয়ায় নির্যাতন করা হয়েছে তাকে। এই ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি ও জামালপুর আদালতে একটি মামলা করেন তিনি।

Read More »

নিশিরাতের সরকারের অধীনে কোনো নির্বাচন নয়- করিম সরকার 

আমিরুল ইসলাম হীরা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বাজারে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপি’র সদস্য জননেতা আব্দুল করিম সরকার। শনিবার  (৬মে)বিকেলে উপজেলা আছিম বাজারে ১৪ টি টং দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছেন এবং আর্থিক সহযোগিতা করেন করিম সরকার। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির নেতা আব্দুল লতিফ চৌধুরী,প্রভাষক এনামুল হক,আছিম বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী আকন্দ, সাধারন সম্পাদক নাজমুল হাসান হিমেল,জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার,গোলাম সারোয়ার,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জল,মৎস্যজীবী দলের আহ্বায়ক ডাঃ মোজাম্মেল হক মীর,যুবদলের নেতা  আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন,সদস্য সচিব আলামিন,যুগ্ম আহবায়ক এজিএম ফাহাদ,পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল,কলেজ ছাত্রদলের আহ্বায়ক রোমান মিয়া,আছিম পাটুলী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক ডাঃ নাজমুল হুদা,যুবদল নেতা আজিজুর রহমান আজিজ,পৌর ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তানজিব- আল শরীফ,২ নং পুটিজানা ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বকুল তালুকদার প্রমুখ।   আব্দুল করিম সরকার বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি কিংবা পরিবার যাতে আর্থিক সংকটে না ভোগে, সে জন্য আমার দল বিএনপি সব সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছিল এবং থাকবে। নিশিরাতে সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে।তা না হয় বাংলার মাটি নির্বাচন হতে দেওয়া হবে না।মামলা-হামলায় বিএনপি’র নেতাকর্মীরা ভয় পায় না।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। অপরদিকে উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের বাসভবনে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।করিম সরকারের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে বিভিন্ন এলাকার বিএনপির নেতা কর্মীদের খোঁজখবর নেন।        

Read More »