শরীয়তপুরে বাধঁনের উদ্যোগে দুই দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয়
শফিকুল ইসলাম সোহেল শরীয়তপুর প্রতিনিধিঃ “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই শ্লোগান নিয়ে দেশব্যাপী স্বেচ্ছায় রক্তদান বা রক্ত নিয়ে কাজ করা সংগঠন “বাঁধন” শরীয়তপুরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ ইউনিটের সদস্যরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করেছেন। রবি ও সোমবার (২৩-২৪ জুলাই) দিনব্যাপী কলেজ মাঠে ক্যাম্প করে বিনামূল্যে উক্ত রক্তের গ্রুপ নির্নয় প্রোগ্রামটি করা হয়েছে। “বাঁধন” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ ইউনিটের পক্ষ থেকে জানানো হয়। দুইদিন ব্যাপি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রমের মধ্য দিয়ে তারা কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক এবং কলেজে আগত অন্যান্যদের মধ্যে প্রথমদিন ১০৬ এবং দ্বিতীয় দিন ১০৩ জনসহ মোট ২০৯ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্নয় করে দিয়েছেন তারা। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন” এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ ইউনিটটি বরিশাল জোনের অধীনে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। এই সংগঠনটি যেকোনো প্রয়োজনে বিনামূল্যে মুমূর্ষু রোগীদের জন্য রক্তদাতাদের মাধ্যমে রক্তের জোগান দিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া রক্তদানে আগ্রহী এবং রক্তদানকে সহজ করার লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে থাকেন তারা। তারই ধারাবাহিকতায় তাদের এই আয়োজন। “বাধন” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ ইউনিটের সভাপতি আরিফ শিকদার বলেন, আমরা সাধারণত রক্তের গ্রুপ না জানায় অনেক সময় ইচ্ছে থাকা সত্বেও রক্তদানের মতো মহৎ একটি কাজে অংশগ্রহণ করতে পারিনা। তাই রক্তদানে আগ্রহী করে তোলার লক্ষ্যে এবং রক্তদানকে আরও সহজ করে তুলতেই আমরা দুইদিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম করেছি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন- হারুন অর রশীদ অধ্যক্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ, শরীয়তপুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ অলিউর রহমান স্যার, উপাধ্যক্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ, সহযোগী অধ্যাপক- প্রদ্যুত্ত কুমার দাস স্যার, মোহাম্মদ এমরান স্যার, প্রভাষক- শাহিন সরকার স্যার, মাসুদ রানা স্যার, শহিদুল ইসলাম পাহাড় স্যার এবং বাঁধন, তেজগাঁও কলেজ ইউনিটের উপদেষ্টা- জিয়াউল হাসান জিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন বাঁধন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ ইউনিট এর উপদেষ্টা- রাকিব সিকদার, আল-আমিন মাদবর, আলী স্বপন, সজল কর্মকার প্রমুখ।