প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

কার্তিক ঘোষঃ
ধামরাই,ঢাকা॥

ঢাকার ধামরাইয়ের জয়পুরা বাজারের পশ্চিম পাশে মম ফ্যাশনের সামনে অজ্ঞাত ট্রাকচাপায় নাহিদ হাসান শুভ (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
সোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে সাত টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ হাসান শুভ উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাহিদ হাসান শুভ মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। মোটরসাইকেল জয়পুরা মম ফ্যাশনের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
সাভার হাইওয়ে থানার ওসি ছালেহ্ আহম্মেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়