প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া-জয়পুরহাট মহাসড়কে আলাদিপুরে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ১

মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা বগুড়া:.

বগুড়া-জয়পুরহাট মহাসড়কের আলাদিপুর নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার দুইজন যুবক পৃথক দুইটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। হঠাৎ অসাবধানতাবশত মুখোমুখি সংঘর্ষে দু’টি মোটরসাইকেলই ছিটকে পড়ে যায়। এতে একজন গুরুতর আহত হন এবং অপরজন সামান্য আঘাতপ্রাপ্ত হন।

অন্যদিকে, ঘটনাস্থলে থাকা একটি অটোরিকশাও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। তবে ভাগ্যক্রমে অটোরিকশাচালক ও যাত্রীরা বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পান।

 স্থানীয়রা জানান, আহত ব্যক্তির বাড়ি মোটরসাইকেল আরোহীর সঙ্গীরই একই এলাকায়, আর অটোরিকশাচালকের বাড়ি তিয়াইল গ্রামে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। এসময় কিছুক্ষণের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়দের দাবি, মহাসড়কের ওই স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে, তাই দ্রুত গতিসীমা নিয়ন্ত্রণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়