প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু — ট্রেন গেল, জীবন নিল!

সিরাজুল ইসলাম। 
জেলা প্রতিনিধি। 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সিংগারবিল ইউনিয়ন কাশিমপুর নামক এলাকায় ট্রেনের চাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়।

রবিবার (৫ ই অক্টোবর)
ভোর বেলায় এ ঘটনা গঠেছে বলে এলাকাবাসী জানান।  শুরু হয় ট্রেনের হুইসেলের আওয়াজে, কিন্তু শেষটা হলো এক মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে।

এক যুবক—যার নাম এখনো জানা যায়নি, তবে যার জীবন আজকের সকালেই থেমে গেল রেলের লাইনেই—তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যান।

লোকজন বলছে, ছেলেটা হয়তো প্ল্যাটফর্মে নামার চেষ্টা করছিল, অথবা দরজায় দাঁড়িয়ে গল্প করছিল, কে জানে!
কিন্তু ট্রেন কি কাউকে ছাড়ে?
না ভাই, ট্রেন থামায় না, জীবন থেমে যায়।

স্থানীয় প্রতিনিধি মামুন চৌধুরী ঘটনাস্হলে এসে সাংবাদিক ও স্হানীয় প্রশাসনকে অবহিত করে
অতিদ্রুত ব্যবস্হা নেওয়ার অনুরোধ করেন। 
 
এদিকে রেল কর্তৃপক্ষ বলছে,

> "তদন্ত চলতেছে।"
মামুন চৌধুরী বলেন যুবকের পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি।
আনুমানিক তার বয়স হবে ১২ বছর অথবা ১৩ বছর। 

আর রেললাইন?
সে তো চুপচাপ, নিজের কাজ করে যায়।
ট্রেন চলে, মানুষ উঠে, নামে, কেউ কেউ... আর উঠে না।

আজকের দিনটা ব্রাহ্মণবাড়িয়ার জন্য শুধু আরেকটা খবর না, এটা এক মায়ের বুকফাটা কান্না, এক বন্ধুর নিঃশব্দ হাহাকার।
এই ট্রেন, এই লাইন, এই স্টেশন—সব আছে, শুধু ছেলেটা আর নেই।

 তবে বাস্তবতা হচ্ছে, জীবন বড় হঠাৎ চলে যায় — আর ট্রেন কখনো মাফ করে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়