হাফিজুর রহমান গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলের পথে প্রাণ হারালেন এক যুবক। ভোরের আলো ফোটার আগেই জীবিকার টানে বাইসাইকেল চালিয়ে রওনা হয়েছিলেন মোহাম্মদ সিয়াম (১৯)। কিন্তু গন্তব্যে পৌঁছানো হলো না আর। ঘুম জড়ানো সকালে চকপাড়া মেডিকেল মোড় এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিথর হয়ে যান এই তরুণ।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ব্যস্ততম এলাকাগুলোর একটি চকপাড়া মেডিকেল মোড়ে।
নিহত মোহাম্মদ সিয়ামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ গ্রামে। জীবিকার সন্ধানে গাজীপুরে এসে শরাফত আলীর বাসায় ভাড়া থাকতেন। স্থানীয় ‘চকপাড়া পলিশ ডিজাইনার’ নামক একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।
প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও বাইসাইকেল নিয়ে কর্মস্থলের দিকে রওনা দিয়েছিলেন সিয়াম। তবে মর্মান্তিকভাবে, ওভারটেক করতে গিয়ে একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, স্থানীয়রা জানান—মুহূর্তেই নিথর হয়ে পড়ে সিয়ামের দেহ, আর কিছুই করার ছিল না।
চোখের সামনে ঘটে যাওয়া দুর্ঘটনায় হতভম্ব স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। মাওনা চকপাড়া (অস্থায়ী) পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ আইয়ুব ইসলাম জানান, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, চকপাড়া মোড়ে প্রায়ই দ্রুতগতির ভারী যানবাহন চলাচল করে। কিন্তু কোনও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নেই। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রশাসনের উদাসীনতা আর নিয়ন্ত্রণহীন যানবাহনের দাপটে একটি তাজা প্রাণ ঝরে গেলো। সিয়ামের মতো আরও কত তরুণ এভাবে রাস্তায় প্রাণ হারালে আমরা সজাগ হব। প্রশ্ন এলাকাবাসীর।