
কার্তিক ঘোষ( স্টাফ রিপোর্টার)
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা এলাকায় রোড ডিভাইডারে ধাক্কা লেগে চলন্ত একটি প্রাইভেটকারে আগুন লেগে যায়। এতে প্রাইভেটকারের চালকসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে আগুনে পুড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় নিয়ে যায়। এর আগে বুধবার (২৫ জুন) দিনগত রাতে ৯টার দিকে ধামরাই ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার মমো ফ্যাশন গার্মেন্টস এর সামনে এমন দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকার জয়পুরা মমো ফ্যাশন গার্মেন্টস এর সামনে পৌঁছালে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে চাকা ফেটে গিয়ে গাড়িতে আগুন ধরে যায়। এই সময় আশে পাশের লোকজন দৌড়ে এসে গাড়িতে থাকা চালকসহ ৫ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়।
এদিকে আগুনের লেলিহান শিখা দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সময় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘ যান জটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম এসে প্রায় আদা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানা সাংবাদিকদের জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার জয়পুরা মমো ফ্যাশন গার্মেন্টস এর সামনে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি এবং আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।
এই বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছালেহ আহম্মেদ জানান, চলন্ত প্রাইভেটকারে আগুন লাগার কবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি সেখানে যায় এবং পুড়া গাড়িটি জব্দ করে। থাইওয়ে পুলিশ