প্রকাশিত : ১২ জুন, ২০২৫, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাইভেট কারের ধাক্কায় সাইকেল চালক নিহত

মোঃ আলামিন, রিপোর্টার, চট্টগ্রাম 

১১ জুন বিকেল ৫:১০ মিনিটের দিকে হালিশহর থানাধীন কে-এল ব্লক, ৫নং গেইটের পাশে বন ফায়ার নামক রেস্টুরেন্টের সামনে  সড়ক দুর্ঘটনায় ওসমান গনি শাকিব (১৯) নামে এক সাইকেল চালক মারা গেছেন।
ঘটনাস্থল থেকে জানা যায় ওসমান গনি শাকিব সাইকেলে করে বাড়ি থেকে বের হয়ে হালিশহর থানাধীন ওই স্থানে পৌঁছালে, তানিম হোসেন রাব্বি (১৯) দ্রুতগামী সাদা রংয়ের প্রাইভেট কারের সাথে সংঘর্ষ ঘটে। প্রাইভেট কারটি বাইসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে ওসমান বাইসাইকেল থেকে পড়ে যান এবং গাড়ির চাকায় তার মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই  মৃত্যুবরণ করেন।
ওসমান গনির বাড়ি নাইক্ষ্যংছড়ি, বান্দরবন পার্বত্য জেলার হলেও তিনি বর্তমানে হালিশহর থানাধীন কে-ব্লক এলাকায় বসবাস করতেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে তানিম হোসেন রাব্বিকে গ্রেফতার করেছে এবং হালিশহর থানায় মামলা দায়েরের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
হালিশহর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে গাড়িচালকদের বেপরোয়া ও দ্রুতগতির প্রতি কঠোর নজর দেওয়া হবে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়