ইউসুফ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লেগে জাহিদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার বন্ধু রিফাত মোল্লা আহত হয়। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার তেলকুপি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহিদুল ইসলাম সদর উপজেলার বেজপাড়া আমহাটি গ্রামের মোহম্মদ চয়েন সরদারের ছেলে। আহত রিফাত মোল্লা একই উপজেলার ঘোড়াগাছা চৌমোহনী গ্রামের শরিফ মোল্লার ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ও স্থানীয়রা জানান,দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে তারা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নাটোরের নলডাঙ্গায় বেড়াতে যাওয়ার পথে তেলকুপি গ্রামের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম মারা যায় এবং রিফাত গুরুতর জখম হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহত রিফাত মোল্লাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।